পরিবেশের কথা মাথায় রেখেই, বাজারে এলো হাওয়ায় চালিত গাড়ি

0
1085

জ্বালানি নিয়ে জেরবার আপনি ৷ গাড়িতে জ্বালানির খরচ জোগাতে হিমসিম খাচ্ছেন আপনি ৷ কখনও কখনও তো গাড়ির জ্বালানির খরচ বিভীষিকা হয়ে দাঁড়ায় ৷ তবে আর চিন্তা করতে হবে না ৷ শুধুমাত্র হাওয়াতেই চলবে গাড়ি ।

ভাবছেন পেট্রোল, ডিজেল বা বিদ্যুৎ ছাড়া গাড়ি চালানোর কথা কল্পনা করা কঠিন । কিন্তু এমনই এক গাড়ি বানিয়েছেন মিসরের কায়রো শহরের কাছে হেলওয়ান বিশ্ববিদ্যালয়ের স্নাতক একদল শিক্ষার্থী ।

রয়টার্সের খবর সূত্রে জানা গিয়েছে, প্রচলিত জ্বালানি বাদ দিয়ে বাতাসকে শক্তিতে রূপান্তর করে চলবে এই গাড়ি । অর্থাৎ সিলিন্ডারে অধিক চাপে জমা রাখা অক্সিজেন দিয়ে এই গাড়ি চলবে ।

দেখুন সেই ছবি –

শিক্ষার্থীরা জানিয়েছেন, এই গাড়ি ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার বেগে চলবে এবং একবার বাতাস (অক্সিজেন) পূর্ণ হলে এটি ৩০ কিলোমিটার চলতে পারে । আপাতত শুধু চালকের আসন রয়েছে এই গাড়িতে অর্থাৎ একজনই চড়তে পারবে গাড়িটিতে ।

অর্থনৈতিক সংস্কারের কাজ হাতে নিয়েছে মিসরের সরকার । আর এর অংশ হিসেবে ২০১৬ সালের শেষের দিকে তিন বছর মেয়াদি জ্বালানি খাতে ভর্তুকি কমিয়ে দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছে দেশটি ।