নতুন মুখ হিসেবে সকলের মধ্যে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন ত্রিধা চৌধুরি। শুধুমাত্র হলুদ পাখি সিরিজে না, তাকে দেখতে পাওয়া গিয়েছিল মিশর রহস্য, শেষ থেকে শুরু, খাদ, সেভেন নামক সিনেমাতে। প্রত্যেকটি সিনেমাতে অনবদ্য অভিনয় করেছিলেন তিনি। জনপ্রিয়তায় বলিউড অভিনেত্রীদের টেক্কা দিচ্ছেন বাঙালি কন্যা। বি’কিনি, মনোকি’নি সহ একাধিক পোশাকে সৈকতে উত্তাপ ছড়াচ্ছেন ত্রিধা। ত্রিধা চৌধুরীর অনুরাগীর তালিকায় জ্বলজ্বলে নাম নিখিলের (নুসরতের স্বামী), ত্রিধার ছবিতে নিখিলের ভালোবাসার চিহ্ন হামেশাই জ্বলজ্বলে।
ইনস্টাগ্রামে ও এই অভিনেত্রী যথেষ্ট একটিভ থাকতে পছন্দ করেন। তার ইনস্টাগ্রাম পেজ ফলো করলেই বোঝা যাবে যে, মাঝে মাঝেই অনবদ্য সাজে সেজে ওঠেন অভিনেত্রী নিজে। সম্প্রতি যে ছবিটি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, সমুদ্রসৈকতে বি’কিনি পড়ে বসে রয়েছেন অভিনেত্রী।
View this post on Instagram
এই ছবির কমেন্ট বক্সে কোনও মন্তব্য না করলেও, লাইক দিয়ে ভালোবাসা জানিয়েছেন নিখিল। ছবিতে সমুদ্রের ধারে বিকিনিতে লেন্সবন্দি হয়েছেন ত্রিধা। সূর্য প্রণামের ভঙ্গিতে ধরা দিলেন ত্রিধা।
View this post on Instagram
বি’কিনি পরিহিত ছবিতে তাকে দেখতে লাগছে অসামান্যা। এই পোশাকটি পড়ে তার উর্ধা’ঙ্গ এবং নিম্না’ঙ্গের বেশিরভাগ অংশ উন্মুক্ত হয়ে ফুটে রয়েছে। ত্রিধা চৌধুরী নিজের যৌ’বন এর দ্বারা ইতিমধ্যেই মত্ত করে ফেলেছেন বহু পুরুষ কে।
View this post on Instagram
ইতিমধ্যেই বহু মানুষ ফলো করেছেন তার ইনস্টাগ্রাম কে। ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় তার পোস্ট করা বিভিন্ন ছবি। আরো একবার তার অনবদ্য অভিনয় দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন তার ভক্তরা।
View this post on Instagram
প্রসঙ্গ উল্লেখ্য, বিখ্যাত ওয়েব সিরিজ সেই যে হলুদ পাখি আমাদের সকলের মনে জায়গা করে নিয়েছিল আলাদাভাবে। বহু দিন কেটে গেলেও এখনো পর্যন্ত আসেনি সেই যে হলুদ পাখি সিরিজের বাকি অংশ।
View this post on Instagram
একপ্রকার অধীর আগ্রহে অপেক্ষা করছে দর্শকরা সেই যে হলুদ পাখি আগামী পর্ব গুলো দেখবে বলে। সেই যে হলুদ পাখি সিরিজে সংগীতশিল্পী বৈদেহীর মৃ’ত্যু ঘিরে তৈরি হয়েছিল একটি রহস্য।
View this post on Instagram
সিরিজে পুলিশ অফিসারের ভূমিকায় দেখতে পাওয়া গিয়েছিল শাশ্বত চট্টোপাধ্যায় কে। অন্যদিকে বৈদেহী চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন ত্রিধা চৌধুরী।
View this post on Instagram
এমা পিটার্সের কোকেইনা রিমিক্স ‘ক্ল্যানডেসটিনা’ গানের সঙ্গে একটি লস্যময়ী ছবি পোস্ট করেন নায়িকা। ছিপছিপে শরীরের নিম্না’ঙ্গে জড়ানো এক টুকরো কাপড়, খোলা চুল হাওয়ায় উড়ছে, অভিনেত্রীর বাঁকা চাহনি আপনাকে ঘায়েল করবে। এই ছবিতে চোখে পড়বে নিখিলের ভালোবাসার চিহ্ন, যা নিতে রীতিমতো চর্চা শুরু হয়েছে।
View this post on Instagram
নিখিলই একমাত্র ত্রিধাকে অনুসরণ করেন তেমন না, এই সুন্দরীও কিন্তু নিখিলকে ফলো করেন ইনস্টাগ্রামে। সোশ্যালে দুজনের পিডিএ গত কয়েক মাস ধরে ঘুরে ফিরে এসেছে চর্চায়। লাইকে ভালোবাসা জানানোটাও চলছে বহুদিন ধরেই।