বিব্রতকর মুহুর্তগুলি আমাদের সবার জীবনেই বেশ পরিচিত। এটি শুধুমাত্র হলিউড বা বলিউড নয়, এটা যেকোন সময় এবং যে কোনো স্থানে ঘটতে পারে। খুব বিরল ক্ষেত্রে আমরা জনসমক্ষে ঘটেছে এমন বেশিরভাগ বিব্রতকর মুহূর্তের সেলিব্রিটিদের খুঁজে বের করার এবং দেখার সুযোগ পাই। যদি আমরা বলিউডের সেলিব্রিটিদের দিকে তাকাই; তাদের অধিকাংশকেই দেখা যায় কিছু নির্দিষ্ট সময়ে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়েছেন এবং নানারকম বিব্রতকর মুহূর্ত তৈরি হয়েছে। নিজেদের দেশি লুক দেখাতে গিয়ে অনেক সেলিব্রিটিই শাড়ি পড়ে বিপাকে পড়েছেন আবার কিছু সেলিব্রিটি রয়েছেন যারা নির্দিষ্ট মূহুর্তে নিজেদের সংযম হারিয়েছেন।
নিচের এই ছবিগুলি দেখলে বুঝতে পারবেন সেলিব্রিটিরা বিভিন্ন সময়ে কিভাবে এক বিব্রতকর মূহুর্তের সম্মুখীন হয়েছেন। আসুন ছবিগুলি দেখে নেওয়া যাক।
সিদ্ধার্থ মালিয়া এবং ক্যাটরিনা কাইফ
বিজয় মালিয়ার পুত্র সিদ্ধার্থ মালিয়ার সাথে ক্যাটরিনার এই ছবি ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছিল, যেখানে দেখা যায় সিদ্ধার্থের হাত ক্যাটের জামার ভিতরে প্রবেশ করেছে।
আমির খান ও রাখি সাওন্ত
মিস্টার পারফেকসনিস্টও নিজেকে আটকাতে পারেননি রাখির শরীরের দিকে এক ঝলক না তাকিয়ে।
অনিল কাপুর এবং অনু মালিক
অনু মালিক, অনিল কাপুরের ঠোঁটের দিকে এগিয়ে যান, যেটা বেশ বিব্রতজনক ছিল।
বিবেক ওবেরয় এবং মল্লিকা শেরাওয়াত
এক সিনেমার প্রমোশনে এসে এমনটা করেছিলেন বিবেক ও মল্লিকা। তবে একটু বাড়াবাড়ি হয়ে গেল নাকি!
অক্ষয় খান্না ও করিশ্মা কাপুর
অক্ষয় খান্না, করিশ্মার সাথে পোজ দিচ্ছেন ঠিক আছে, কিন্তু তিনি কি ধরার চেষ্টা করছেন সেটা অক্ষয় নিজেই জানেন।
টুইঙ্কেল খান্না ও অক্ষয় কুমার
ল্যাকমে ফ্যাশন শো’য়ে এসে এভাবেই জনসাধারণের সামনে নিজের জিন্সের বোতাম টুইঙ্কেলকে দিয়ে আটকান অক্ষয়, যেটা বেশ দৃষ্টিকটু ছিল। এরজন্য অক্ষয় কুমারের শাস্তিও হয়।
বীনা মালিক
ভক্তদের মাঝে এসে বিপাকে পড়েন বীনা মালিক। তার হাতে ১৩৭ টি চুম্বন করে সেখানে উপস্থিত ভক্তকুল।
সিদ্ধার্থ মালিয়া এবং দীপিকা পাড়ুকোন
বলতেই হয় সিদ্ধার্থ বাপের বিগড়ে যাওয়া সন্তান। দীপিকার দিকে যেভাবে তাকিয়ে আছেন তা মোটেই শোভনীয় নয়।
মিকা সিং ও রাখি সাওন্ত
মিকা হঠাৎই রাখিকে এক পার্টিতে জবরদস্ত চুমু খান যে খবর রীতিমত সংবাদ শিরোনামে উঠে আসে।
রানী মুখার্জী এবং ক্যাটরিনা কাইফ
এখানে জনসমক্ষে ক্যাটরিনা কি করার চেষ্টা করছেন সেটা তিনি নিজেই ভালো বলতে পারবেন।
ঋত্বিক রোশন ও রেখা
স্নেহসুলভ চুম্বন হলেও, এই চুম্বন অনেক বিতর্কের সৃষ্টি করে।
বরুণ ধাওয়ান এবং আলিয়া ভাট
এক সিনেমার প্রমোশনে এসে আলিয়াকে এভাবেই কোলে তুলে নেন বরুণ, তাতে কোনো অসুবিধা ছিল না। কিন্তু এইভাবে কোলে তুলে নেওয়াতে আলিয়ার স্বচ্ছ পোশাকের মাধ্যমে প্রকাশ পায় তার অন্তর্বাস।
প্রিয়াঙ্কা চোপড়া
নেটের স্কার্ট এবং ক্রপড টি-শার্ট পড়ে প্রিয়াঙ্কাকে দিব্যি লাগছিল যতক্ষণ না স্টেজের আলো জ্বালা হয়। আলোর জ্বালার প্রিয়াঙ্কার স্কার্টের মধ্যে দিয়ে দৃশ্যমান হয় তার অন্তর্বাস।
ইয়ানা গুপ্তা
ইয়ানার পোশাক দেখেই আপনারা ধারণা করতে পারছেন, কেন অস্বস্তিকর মূহুর্ত এটি।
একতা কাপুর
বেশিরভাগ সময়ই নিজের ক্লিভাজ প্রদর্শন করতে ভালোবাসেন একতা কাপুর। তবে ফিগারের দিকে নজর দিলে দেখা যাবে এই ক্লিভেজ প্রদর্শন মোটেই তাকে মানায় না।