মাত্র তিন বছর বয়সে প্রসেনজিতের সঙ্গে অভিনয় দিয়ে হাতে খড়ি তিথি-র ৷ সেখান থেকেই সুযোগ এসেছিল মা সিরিয়ালে শিশু শিল্পীর চরিত্রে অভিনয় করার ৷ টানা চার বছর প্রায় সিরিয়ালটি চলে ৷ এরপর ক্লাস ৯ হয়ে যাওয়ায় পড়ার চাপে আর অভিনয়ে সে সময় ইতি দিয়েছিল সে ৷ টেলি অভিনেত্রী তিথি বসু, এই নামে তাঁকে অধিকাংশ মানুষই চেনে না। তিথির ভক্তরাও তাঁকে ঝিলিক বলেই সম্বোধন করতে বেশি ভালবাসে। এই তিথিই হল জনপ্রিয় ধারাবাহিক ‘তোমায় ছাড়া ঘুম আসে না, মা’-এর ছোট্ট ঝিলিকই হল তিথি। সেই ছোট্ট ঝিলিক এখন রীতিমত বড় হয়ে গিয়েছে। ছোটবেলার মিষ্টতা এখনও আছে ঠিকই তবে বয়সের সঙ্গে বোল্ডনেসের মাত্রা ছাড়িয়েছেন তিথি।
ইনস্টাগ্রামে তিথি অন্যান্য সোশ্যাল মিডিয়ার চেয়ে অনেক বেশি অ্যাক্টিভ। ইনস্টাগ্রামে প্রায় নিত্যদিন ছবি পোস্ট করেন অভিনেত্রী।
ছবি পোস্টের মাধ্যমেই তাঁর মধ্যে যে কোথাও একটা ফ্যাশানিস্তা লুকিয়ে আছে তা বোঝা গিয়েছে।
নানা ছবিতে, বিভিন্ন ধরনের ফ্যাশানেবল পোশাকে দেখা যায় তাঁকে। যা দেখে জেন এক্সের বহু মেয়েরাই অনুসরণ করে চলেছে তিথিকে।
তারা কমেন্ট সেকশনে প্রায় লেখে, তিথির মত ফ্যাশন সেন্স অধিকাংশ অভিনেত্রীরই নেই।
ফ্যাশনের পাশাপাশি ভক্তদের তিথির আরও একটি বিষয়ও বেশ পছন্দ। সোশ্যাল মিডিয়াতে তিথি নিজের স্টারডম পুরোপুরি ভুলে যান।
অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় তিথির ফেকনেস বলে কিছু নেই। তিনি ব্যক্তিগত জীবনে যেমন তেমনই সোশ্যাল মিডিয়ায়।
ভক্তদের কথায়, বহু অভিনেতা-অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় নিজের ধারাবাহিক এবং ফোটোশ্যুটের আপডেট ছাড়া তেমন কিছু দেননা।
অথচ তিথি ইন্টারনেটের বেড়াজালে নিজেকে সীমিত রাখেন না। কে কী বলছে তাতে কান না দিয়েই নিজের মতো ছবি, ভিডিও পোস্ট করেন তিনি।
সৌন্দর্য ছাড়াও বোল্ডনেসে তিথিকে দশে দশ দিয়ে দেওয়ার জোগাড় ফলোয়ারদের। জিনস-শার্টে হোক বা শাড়িতে সবেতেই সাবলীল তিথি।
ছবি – ইনস্টাগ্রাম