এই ফিটনেস ট্রেনারের উষ্ণ আবেদন পুরুষদের হৃদয়ে ঝড় তুলেছে

0
2398

স্বপ্না ব্যাস, বর্তমানে দেশের সবচেয়ে সুন্দরী ফিটনেস ট্রেনার হিসেবে পরিচিত ইনি। আহমেদাবাদের বাসিন্দা স্বপ্না ব্যাস শুধুমাত্রই একজন ফিটনেস ট্রেনার নন। পাশাপাশি তিনি একজন পেশাদার ডায়েটিশিয়ানও। এছাড়াও তিনি ফিটনেস নিয়ে মোটিভেশনাল স্পিচও দিয়েছেন বিভিন্ন স্থানে। কারন কলেজে পড়ার সময়ে স্বপ্নার ওজন ছিল ৮৬ কিলোগ্রাম। তার পরে অনেক অধ্য়াবসায় ও কঠোর পরিশ্রমে ওজন কমান স্বপ্না ব্যাস। খাদ্যাভ্যাসেও অনেক বদল আনতে হয় স্বপ্নাকে। ২ বছরের মধ্য়ে ৫৩ কেজিতে ওজন নিয়ে আসেন তিনি।

এই মুহুর্তে সোশ্যাল মিডিয়াতেও বড় সেলেব্রিটি তিনি। অনলাইনেও প্রায় ফিটনেস ট্রেনিং দেন স্বপ্না। ফিটনেস ও ডায়েট নিয়ে বিভিন্ন টিপস দেন তিনি। আসুন দেখে নেওয়া যাক তার কিছু ভাইরাল ছবি।

ইউটিউবেও তাঁর ভিউয়ারের সংখ্যা অনেক। ইউটিউব ভিডিও-র মাধ্যমেও তিনি ফিটনেস ট্রেনিং দেন।

বিভিন্ন স্পোর্টস ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডরও হয়েছেন তিনি। দিনে লক্ষাধিক ভিউ হয় তাঁর পেজ ও ইউটিউব ভিডিওয়ে।