সৌদি আরবের মহিলাদের খুব একটা প্রকাশ্যে দেখা যায় না। রক্ষণশীলতাই এর কারণ আরও বিশেষ করে সৌদি রাজপরিবারের কোনো নারীকে তো দেখা যায় না বললেই চলে। তাদের ছবিও বাইরে খুব কমই দেখা যায়।
কিন্তু চলতি বছরের গোড়ায় সৌদি প্রিন্স শেখ আবদে আল মাহমুদের স্ত্রী ফাতিমা কুলসুম জোহর গোদাবরীর কিছু ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। এর পর থেকেই তাকে বিশ্বে সুন্দরী বলে দাবি করা হয়।।
ফাতিমার রূপ বর্ণনা করে বলা হয়েছে, তিনি বিশ্ব সুন্দরী প্রতিযোগীতায় অংশগ্রহণ করলে বিশ্ব সুন্দরীর মর্যাদা পাবেন। তার মুখোয়াবয়েব সত্যিই মিরাকল, সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি। গতকাল ফাতিমার আরও বেশ কিছু নতুন ছবি ফাঁস হয়।
প্রসঙ্গত, ফাতিমা কুলসুম হলেন সৌদি আরবের প্রাক্তন রাজকন্যা। জানা যায়, তিনি ১৯৮৬ সালে ২২ অক্টোবর ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে জন্মগ্রহণ করেন। সম্প্রতি তিনি এমবিএ পাশ করেছেন। তেল সমৃদ্ধ দেশ সমূহের জোট ওপেক-এর হিসেবে তিনি তেল বিক্রেতাদের মধ্যে শ্রেষ্ঠ। মুসলিম বিশ্বের শ্রেষ্ট ধনী নারীদের স্থানেও তিনি জায়গা দখল করেছেন।