মুনমুন সেনের কন্যা রিয়া সেন-কে বেশ অনেকদিন ধরে রুপালি পর্দায় দেখা যায় না। রিয়া সেন অভিনয়ের প্রমাণ বলিউড-টলিউড রেখেছেন। তাকে বলিউডে দেখা গিয়েছিল ‘রব্বা ম্যায় কেয়া করু’ ছবিতে। ‘রাগিনি এমএমএস রিটার্নস’ নামক একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছিলেন তিনি। এছাড়া সোশ্যাল মিডিয়ায় তিনি যথেষ্ট সক্রিয়। সম্প্রতি তার ইনস্টাগ্রামেটি অ্যাপের ট্রেলার পোস্ট করেছেন তিনি। সেই ভিডিও দেখে ভক্তরা কমেন্ট ও শেয়ারের ঝড় বইয়ে দিয়েছে।
সেক্সি ভিডিও আপলোড করে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়িয়ে দিলেন বঙ্গতনয়া রিয়া সেন। এই ভিডিওটি যথেষ্ট ভাইরাল হয়েছে নেটে। ৪০ বছরে পা দিলেও তাকে দেখে বোঝা মুশকিল যে তার বয়স এত হয়ে গিয়েছে।
হট রিয়ার ভিডিও দেখে সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে। মা মুনমুন সেন একসময়ে তাঁর লুকস ও ফিগারের জন্য ঘুম উড়িয়েছিল অনেক ভক্তদের এবার পালা তাঁর ছোট মেয়ে রিয়া সেন এর।
এবার রিয়া এনেছেন নিজের অফিসিয়াল এপ্লিকেশন যে ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়াতে। তাঁর এই বোল্ড ভিডিওতে তাঁর ভক্তরাও বড্ড খুশি। লিন্টু সেই ভিডিও এর একটি ছোট্ট ট্রেলার আপলোড করা যা সকলের চোখ কারবেই।
দেখুন ভিডিও –
এবার তিনি সেক্সি ও বোল্ড লুকে ভিডিও শেয়ার করলেন সকলের সাথে। এই ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে ভিড় উপচে পড়ছে তার ইনস্টাগ্রাম প্রোফাইলে। এই হট ভিডিওয়ের নাম রেখেছেন “ক্যানভাস”। দেখুন উত্তেজনা সৃষ্টি করা ভিডিও যা দেখে কুপোকাত নেট দুনিয়া।
দেখুন ভিডিও –
এই ভিডিওতে দেখা যাচ্ছে তাকে লাস্যময়ী রূপে। বলিউডের অনেক ছেলেরা তাদের ফ্যানদের জন্য একটি অ্যাপ্লিকেশন এনেছেন। তাই মুনমুন কন্যা পিছিয়ে না থেকে তিনি ভিডিওটি বানিয়ে ফেললেন যাতে ফ্যানরা অ্যাপটি ডাউনলোড করতে বাধ্য হয়। এছাড়া তার ইন্সটাগ্রামের পোস্ট দেখে এই জেনারেশন ফ্যান হয়ে গেছে তার। ২০১৩ এর পর থেকে তিনি একের পর এক সিনেমা করে গিয়েছেন।
তার ফটোশুট নিয়ে মাঝে মাঝেই চর্চা সোশ্যাল মিডিয়ায়। ফোন নিয়ে বাথটাবে বসে, সুইমিংপুলে কখনোবা সমুদ্রসৈকতে পোস্ট দিয়ে বিশ্বাস করেন তিনি। বেশ অনেক ফটোই উপহার দিয়ে থাকেন ভক্তদের।