মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন। তার মা মুনমুন সেনও একসময়কার জনপ্রিয় অভিনেত্রী। সেন পরিবারের ভাবমূর্তি ধরে রেখে রাইমা এসেছেন সিনেমার রঙিন দুনিয়ায়। আর রূপ-যৌ’বনে জয় করে নিয়েছেন অগণিত দর্শকের মন।
View this post on Instagram
সিনেমার পর্দায় রাইমা সেন চরিত্র ফুটিয়ে তোলেন। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি একেবারে খুল্লাম-খুল্লা! হরহামেশাই রাইমা শেয়ার করেন খোলামেলা ছবি।
View this post on Instagram
সেসব ছবি মুহূর্তেই মাতিয়ে দেয় অন্তর্জাল। ঝড় তোলে ভক্তদের মনে।
View this post on Instagram
তেমনই একটি ছবি সম্প্রতি শেয়ার করলেন রাইমা। এতে দেখা যাচ্ছে, গাঢ় নীল ডিপনেক পোশাকে চেয়ারের উপর বসে আছেন অভিনেত্রী।
View this post on Instagram
পোশাক এতটাই খোলামেলা যে, রাইমার বক্ষ বিভাজিকা একেবারে স্পষ্ট দৃশ্যমান। খোলা চুলে তার মায়াবী চাহনি ক্যামেরার দিকে।
View this post on Instagram
পোস্ট করার পরই রাইমার এই ছবি নিয়ে মেতে আছে তার অনুসারীরা। কেউ তার চোখের প্রশংসা করছেন, কেউ আবার চিরযৌ’বনা তকমা দিচ্ছেন।
View this post on Instagram
জানা গেছে, রাইমা সেনের এই বো’ল্ড ফটোশুট করেছেন কলকাতার এ সময়ের আলোচিত ফটোগ্রাফার তথাগত ঘোষ।
View this post on Instagram
তার সঙ্গে রাইমার প্রেমের গুঞ্জনও ছড়িয়েছে ক’দিন আগে। শোনা যায়, প্রেমের সুবাদেই তথাগতর ক্যামেরায় এমন খোলামেলা রূপে হাজির হন তিনি।
View this post on Instagram
প্রসঙ্গত, রাইমা সেন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্বিতীয় পুরুষ’। সৃজিত মুখার্জি পরিচালিত সিনেমাটি মুক্তি পায় ২০২০ সালে।
View this post on Instagram
এরপর তাকে হইচই-এর ‘হ্যালো’ এবং আমাজন ভিডিওর ‘দ্য লাস্ট আওয়ার’ ওয়েব সিরিজে দেখা যায়।