এই বাচ্চাদের দুষ্টুমি দেখলেই বোঝা যায়, বাবা-মা হলে কত ঝামেলা পোহাতে হয়

0
966

ইউনিসেফ এর রিপোর্ট অনুযায়ী, সারা বিশ্বে প্রতিদিন গড়ে প্রায় ৩৮৬,০০০ শিশু জন্মগ্রহণ করে। শিশুদের ভালোবাসেন না এরকম লোকজন পৃথিবীতে খুব কমই আছেন। একজন শিশু জন্মানোর পরই সে যেমন তার বাবা-মার কাছে একরাশ খুশি নিয়ে আসে, সেরকমই নিয়ে দায়িত্বের বোঝাও। মানুষের বয়স বাড়ার সাথে সাথে তাদের দায়িত্বও বাড়তে থাকে। আর দায়িত্বের দিক থেকে দেখতে গেলে কোনোও সন্তানের বাবা অথবা মা হওয়ার দায়িত্ব অন্যান্য দায়িত্বের থেকে অনেকবেশি গুরুত্বপূর্ণ।

আজ আপনাদের সামনে কিছু শিশুদের দুষ্টূমির মূহুর্তের ছবি নিয়ে এসেছি, যেগুলি দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন যে, ছোট্ট শিশুকে বড় করে তোলার জন্য বাবা-মা কে কত ঝামেলাই না পোহাতে হয়।

কিভাবে যে এখানে আটকালো, সে নিজেই জানে!

বাবা আবার ফ্রিজে কি রেখে গেল এটা, চেখে দেখি একটু।

এইভাবে আবার বালি-স্নান কেউ করে, বুঝুন একবার

ধুর্‌, রোজ রোজ আর ভাল্লাগেনা। বিদায় পড়াশোনা

পোষ্যকেও বাধ্য হয়ে পুচকের কথা শুনে চলতে হচ্ছে।

মাছ নেই তো কি হয়েছে, আমি তো আছি

মা দেখো, আমি আজ ভাইকে স্নান করিয়ে দিয়েছি।

পুচকের কাণ্ড দেখে মা’ও চিন্তিত।

শুকরকে চুমু খেতে ব্যস্ত দুষ্টু পুচকে

কি করবো, ড্র্য়িং করতে ইচ্ছে করছিল

বাবা, আমি কিছু করিনি, সব টমি করেছে।

আজ চকোলেট সিরাপ দিয়ে পার্টি হবে।

চাউমিন খাওয়ায় একটা শিল্প এই খুদের কাছে

আজ ভাইকে আমি মেক আপ করে দেবো

রুপচর্চা শেষ, এবার বিশ্রামের পালা

এটা আবার কোথা থেকে শিখেছে কে জানে

মুখটা মাসাজ করে নিই, কথা বলে বলে বড্ড ব্যথা

বাহ্‌ ছবিগুলো কি সুন্দর। আমার সবকটা লাগবে।