বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবলার নেইমার। অসংখ্য অনুরাগী রয়েছে নেইমারের, সেই সাথে মেয়ে অনুরাগীর সংখ্যাও কম নয়। তাই তো নেইমারকে বিভিন্ন সময়ে দেখা গেছে একাধিক প্রেমিকার সাথে।
তবে বর্তমানে নাতালিয়ার সাথেই প্রেম করছেন এই তারকা ফুটবলার।
ব্রাজিলের স্টার ফুটবলার নেইমারের প্রেমিকা এবং কিউবার বিখ্যাত মডেল নাতালিয়া বারুলিচ সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ থাকেন।
খবর পাওয়া গেছে নেইমার কিউবার এই বিখ্যাত মডেল নাতালিয়া বারুলিচের সঙ্গে ডেটিং করছেন। দুজনের মধ্যে লম্বা সময় ধরে বন্ধুত্ব রয়েছে।
কিন্তু এখন একে অপরের সঙ্গে ডেটিং করছেন তাঁরা। নাতালিয়া মডেল হওয়ার সঙ্গে সঙ্গে গায়িকা এবং ডিজেও।
নাতালিয়া এর আগে কলম্বিয়ান গায়ক মালুমার সঙ্গে ডেটিং করছিলেন।
তাঁর সঙ্গে ব্রেক আপের পর নেইমারের সঙ্গে ডেট করছেন তিনি।
নেইমারের জন্মদিনে নাতালিয়া জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ছিলেন। সঙ্গে চুম্বন এবং ইমোজি জুড়েছিলেন।
দুজনকে অনেক জায়গাতেই একসঙ্গে দেখা গেছে।