সেলিব্রিটিদের ছবি নিয়ে মজার ট্রোল করে বিখ্যাত হয়েছেন এই অস্ট্রেলিয়ান মহিলা

0
2495

সেলিব্রিটিদের প্রায়শই দেখা যায় অদ্ভুত সব ফ্যাশনেবল পোশাকে ছবি তুলতে এবং সেগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে। এছাড়াও উদ্ভট সব পোজ দিয়েও ছবি তোলেন সেলিব্রিটিরা। আর সেলিব্রিটিদের এইসমস্ত ছবিগুলিকেই বিনোদনের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন এক অস্ট্রেলিয়ান কমেডিয়ান। তিনি একজন মহিলা, নাম সেলেস্তে বার্বার। এই অস্ট্রেলিয়ান কমেডিয়ান অনেকদিন ধরেই সেলিব্রিটিদের ছবি নিয়ে মজা করে আসছেন। সেলেস্তা এখন যে সিরিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন সেটি হল #CelesteChallengeAccepted.

Beyonce, Kendall Jenner, Bella Hadid -এর মতো সেলেবদের ছবি নিয়ে এখন মজা করছেন সেলেস্তে। তিনি সেলিব্রিটিদের ছবি দেখে সেটাকে নিজের মতো করে বানিয়ে পোজ দিয়ে ছবি তোলেন, যেগুলি সত্যিই হাস্যকর। ইনস্টাগ্রামে সেলেস্তের ফলোয়ার সংখ্যা অবাক করার মতো, ৪৫ লাখেরও বেশি। আসুন দেখে নেওয়া যাক সেলেস্তের কয়েকটি মজার ছবি।

১. “বাড়ির কাছে যে গাছ পেয়েছি তাতেই চড়ে বসেছি, এর থেকে বেশি উপরে চড়াও সম্ভব নয় আমার জন্য”

২. যার মনে যা থাকে, সে সেটা নিয়েই খুশি থাকতে পছন্দ করে

৩. বয়ফ্রেন্ডের সাথে এরকম রোম্যান্স না করলে, সে কিসের বয়ফ্রেন্ড

৪. আর সমুদ্রের উপর জাহাজ, ছাদের রেলিংটাই যথেষ্ঠ এনা জন্য

৫. এর চাইতে বড় হাঁস জোগাড় করা সম্ভব হয়নি

৬. কি জানি এটা আবার কি ধরণের সার্ভ করার ড্রেস কোড

৭. যার যেরকম শেপ তার জন্য সেরকম ট-শার্ট

৮. এর চাইতে বেশি করা সম্ভব নয় আর

৯. সিনেমায় যা দেখানো হয় আর বাস্তবে যা হয়

১০. যে যার নিজের ছবি টি-শার্টে প্রিন্ট করাতেই পারে

১১. বাড়িতে এই কম্বলটাই ছিল

১২. এটা বোধহয় সেরেস্তের ছেলের সাইকেল, একটা ফটো তোলার জন্য কে আবার নতুন সাইকেল কিনবে

১৩. সেরেস্তের ওজন নিতে বয়ফ্রেন্ডও বেশ বিরক্ত

১৪. মোবাইল ফোনের যুগে ল্যান্ডফোন কোথায় পাবো! তবে চার্জে গুঁজে দিলেই তো ল্যান্ডফোন

১৫. বাড়িতে এর চাইতে চওড়া সিঁড়ি ছিল না, তাই এতেই অ্যাডজাস্ট করতে হয়েছে

১৬. হাই হিলস জুতো ছিল না, তবে সাঁতার কাটার ফ্লিপারটা ছিল

১৭. এটা তো অসাধারণ, হুবহু নকল হয়েছে

১৮. বাড়িতে ফুল ছিল না তাই অগত্যা এই ব্যবস্থা

১৯. ঘুমন্ত অবস্থার পোজ ছবিতে যেরকম হয় আর বাস্তবে যেরকম হয়

২০. এক টুকরো পিৎজা দিয়ে ঢাকা পরবে না, গোটা পিৎজা চায়

২১. এরকম ফুল বাড়িতে ছিল না কিন্তু শালপাতা আর কলাপাতা ছিল

২২. কি মুশকিল এত বড় টুপি কি সহজে পাওয়া যায় নাকি! তবে সেরেস্তের কাছে বিকল্প ছিল

২৩. নাহ্‌ এত বড় বেতের ঝুড়িও ছিল না, তবে ছোটো দিয়েই কাজ চালিয়ে দেওয়া গেছে

২৪. সেরেনা উইলিয়ামস-এর মতো হয়নি ঠিকই তবে চেষ্টার কোনো ত্রুটি ছিল না

২৫. জাস্টিন বিবার নিজের নকল করা ছবিটি দেখলে হয়তো নিজেও হাসতেন। আবার পেনের কালিতে সংখ্যা লিখে ট্যাটুরও অনুকরণ করা হয়েছে। একেবারে যা তা ব্যাপার!

উপরের মজার ছবিগুলি দেখে কেমন লাগল, কমেন্ট করে জানান। মজা পেলে বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।

ছবি – Celesta Barber