নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তপ্ত গোটা দেশ। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দক্ষিণের রাজ্য কর্নাটকেও। ১৪৪ ধারা জারি হয়েছে বেঙ্গালুরু জুড়ে। আর এই নিয়েই এক যুবকের টুইট বেঙ্গালুরু পুলিশকে। বিক্ষোভ বা কার্ফু জারি করার প্রশ্ন নয়, টুইটে তাঁর জিজ্ঞাসা ১৪৪ ধারা জারি হওয়ায় মদ পাওয়া যাবে কি? আর আশ্চর্যজনকভাবে বেঙ্গালুরু পুলিশ তাঁর সেই প্রশ্নের জবাবও দিয়েছে। আর সেই নিয়েই সরগরম সোশ্যাল মিডিয়া।
অনেকে এই নিয়ে মজা করতেও ছাড়ছেন না। ১৪৪ ধারা জারির খবর টুইটারে পোস্ট করেছিল বেঙ্গালুরু পুলিশ। সেখানে তাঁরা লিখেছিল, ‘গোটা শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তবে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাঙ্ক এবং বাজার খোলা থাকবে। সমস্ত পরিবহণ ব্যবস্থা চালু থাকবে।’
Will it be a dry day tomorrow? 🤔
— Souvik Chakraborty (@oldmonkwalking) December 18, 2019
আর পোস্টের নিচেই ওই যুবক প্রশ্ন করেছিলেন, ‘১৪৪ ধারা জারি। তাহলে কি মদ পাওয়া যাবে?’ বেঙ্গালুরু পুলিশের পক্ষ থেকে পাল্টা জবাবও দেওয়া হয়। বলা হয়, ‘হ্যাঁ, সবকিছু প্রতিদিনের মতোই পাওয়া যাবে।’ এরপর পাল্টা ধন্যবাদও জানান ওই যুবক। এই নিয়েই সোশ্যাল মিডিয়া সরগরম।