এবারের আইপিএল ডি ভিলিয়ার্সকে স্বমহিমায় ব্যাটিং করতে খুব কম বারই দেখতে পেয়ে হতাশ হয়েছেন ভক্তরা। তবে তিনি তাঁর গ্রাউন্ড ফিল্ডিংয়ের মান এতটুকু পড়তে দেননি। চলতি আইপিএলের সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচে ব্যাটিং-এ দুরন্ত পারফরমেন্সের পর, ফিল্ডিংয়ের সময় অবিশ্বাস্য এক ক্যাচ ধরেন এবি, যা আপনি সচরাচর দেখতে পাবেন না।
এই অসাধারণ ক্যাচটি এবি ধরেন যখন আলেক্স হেলস ব্যাত করছিলেন। মঈন আলির বলে, স্টাম্প ছেড়ে বেরিয়ে এসে সপাটে মারেন হেলস। যদিও শটটি বেশ জোড়ালো ছিল, তবুও বাউন্ডারির প্রান্তে দাঁড়িয়ে ছিলেন এবি, অবিশ্বাস্যভাবে নিজের শরীরকে ছুঁড়ে দিয়ে বলটি তালুবন্দি করেন। এবি-র সেই দুরন্ত সুপারম্যান সুলভ ক্যাচ দেখার পর নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে একের পর এক মজার মিম।
ক্যাচটি নেওয়ার পর নেট দুনিয়ায় ঝড় উঠে এবি-র প্রশংসা। কিন্তু তার ক্যাচ ধরার মূহুর্তকে স্মরণীয় করে রাখতে উদ্যোগ নেন ভক্তকুল। একে একে ছড়িয়ে পড়ে মজার সব ফটোশপ করা ছবি। কোনো ছবিতে এবি-কে বানানো হয়েছে সুপারম্যান, কোনোটাই গোরুর দুধ দোয়াচ্ছেন আবি, আবার কোনোটাই শাহরুখের সাথে বিন্দাস পোজ দিচ্ছেন।
আসুন দেখে নেওয়া যাক ভক্তদের দ্বারা ফটোশপ করা এবি-র কিছু মজার ছবি।
১. ঘুড়ি ওড়াচ্ছেন এবং সাথে নিজেও উড়ছেন এবি
২. মন্দিরে পুজো দিতে গিয়ে উড়ন্ত অবস্থায় ঘন্টা বাজিয়ে জানাচ্ছেন প্রার্থনা
৩. একটু বাস্কেটবল খেলে নেওয়া যাক
৪. করণ-অর্জুনের মায়ের সাথে পোজ দিতে সামিল হয়েছেন এবি
৫. গোরুর দুধ দোয়াচ্ছেন এবি
৬. সুপারহিরোর সাথে এবি
৭. আধুনিক সুপারম্যান এবি
Who did this? #abdevillers #RCBvSRH pic.twitter.com/uSnFQ1vkdM
— Shaikh Sahab (@i_kaka10) May 17, 2018
৮. এবি যখন সলমন খানের ফ্যান
Chalo abhi abhi maine ek meme banaya. Bolo kaisa hai 😉 ( AB Devillers just took a great catch in IPL ) pic.twitter.com/Jl4eR98xfN
— rock star (@dalla420t) May 17, 2018