৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে লোকাল সহ সমস্ত ট্রেন, বন্ধ থাকবে মেট্রোও

0
782

গত কয়েকদিনে কমপক্ষে ১২ রেলযাত্রীর দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে। তারপর শনিবার রেলের তরফে অত্যন্ত প্রয়োজন ছাড়া ট্রেন যাত্রা এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। সেই আবেদনের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সমস্ত যাত্রীবাহী ট্রেন বন্ধের সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। করোনা ভাইরাসের আতঙ্কের জেরে ৩১ মার্চ পর্যন্ত দেশ জুড়ে সমস্ত যাত্রীবাহী ট্রেন পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।

রেল মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আগামী ৩১ মার্চ পর্যন্ত মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার, লোকাল-সহ সমস্ত রকম ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। রবিবার মধ্যরাতের পর থেকে বন্ধ হয়ে যাচ্ছে কলকাতার মেট্রো পরিষেবাও।

ক্রমশ জটিল হচ্ছে করোনাভাইরাস পরিস্থিতি। সেজন্য ট্রেনের মতো গণপরিবহন এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। একইসঙ্গে কলকাতা, মুম্বই-সহ দেশের সব শহরতলির ট্রেন পরিষেবা রবিবার মধ্যরাত থেকে আগামী ৩১ মার্চ মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে। রেলের হাতে থাকা কলকাতা মেট্রোও রবিবার মধ্যরাত থেকে আগামী ৩১ মার্চ মধ্যরাত পর্যন্ত চলবে না। শুধুমাত্র মালগাড়ি চলবে বলে জানিয়েছে রেল বোর্ড।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী বলেন, ‘‘সব ধরনের ট্রেন বন্ধ রাখার কথা বলা হয়েছে।’’ দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ বলেন, ‘‘লোকাল প্যাসেঞ্জার, দূরপাল্লার ট্রেন পরিষেবা আপাতত বন্ধ থাকাবে।’’ মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘‘আজ রবিবার মেট্রো পরিষেবা চলবে। তবে কাল থেকে বন্ধ থাকবে।’’

সূত্র –