“করো’না ভাই’রাসের নামের আগে নোভেল কথা বাদ দিতে হবে” – গায়ক নোবেল

0
1169

বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্যের সুবাদে আলোচনায় থাকা উঠতি সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল এবার সংগীতের কিংবদন্তিদের গান শেখাতে চেয়ে বিদ্রুপের মুখে পড়েছেন। নিজের ফেইসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে নোবেল বলেন, “বাংলাদেশে তো গত ১০ বছরে ভালো করে কেউ মিউজিকই করেনি। দাঁড়াও তোমার লেজেন্ডদের না হয় আমিই শেখাব, কিভাবে ২০২০ সালে মিউজিক করতে হয়।”

সেই পোস্টে নিজের গাওয়া ‘তোমার মনের ভেতর’, ও ‘আগুনপাখি’ শিরোনামে দুটি গানে কণ্ঠ দেওয়ার কথা স্মরণ করে দেন ফলোয়ারদের।

পোস্টের কমেন্টে নবীণ এ শিল্পীর ‘সংগীত-জ্ঞান’ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে; আত্মপ্রচারণা করে আলোচনায় থাকতেই এমন বিতর্কিত মন্তব্য করেছেন বলেও অভিযোগ কারো কারো। কেউ কেউ আবার তাকে নিয়ে হাস্যরসেও মেতেছেন।

বিশ্বজুড়ে আ’তঙ্ক ছড়াচ্ছে চীনের করো’না ভাই’রাস। চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়া এ ভাই’রাস ইতোমধ্যে আরও ১২টি দেশে ছড়িয়ে গেছে।

করো’না ভাই’রাসের নামের আগে নোভেল কথা বাদ দিতে হবে। এতে আমার নোবেল নামের অপমান হয় বলে জানিয়েছেন নোবেল। নোভেল করো’না ভাই’রাস নামটি অনতিবিলম্বে বদলাতে হবে। এই নাম আমার জন্যে হুম’কি ও অপমান স্বরূপ।

সূত্র