অর্ধ-উন্মু’ক্ত বক্ষে নতুন ফোটোশ্যুটে সুপার হট কঙ্গনা রানাওয়াত

0
1296

হট আন্দাজে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করলেন কুইন কঙ্গনা রানাওয়াত। গোটা দেশ যখন গৃহবন্দি, গোটা বলিউড যখন ঘরে বসে রয়েছে তখন ঠিক অন্যরকম ভাবে সোশ্যাল মিডিয়ায় ধরা দিলেন কঙ্গনা রানাওয়াত, তিনিও এখন গৃহবন্দি হয়ে রয়েছেন লকডাউনের কারণে। শুটিং বন্ধ, বন্ধ সিনেমা সংক্রান্ত সবরকম কাজ। এই অবস্থায় সিনে জগতের সকলেই মজে রয়েছেন সোশ্যাল মিডিয়ায়, অনেকেই অনেক কিছু করছেন বাড়ির চার দেওয়ালের মধ্যে।

কেউ রান্না করার ভিডিও শেয়ার করেছেন, কেউ ঘর গোছানোর ভিডিও বা ছবি শেয়ার করেছেন, কেউ আবার ঘরেই বসে বিভিন্ন পোজে ফটো তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। এই দিক দিয়ে কুইন কঙ্গনা তিনিও খুব একটা পিছিয়ে নেই। তিনিও এবার বো’ল্ড আন্দাজে সকলের কাছে নিজেকে ধরা দিলেন। তিনি পুরোনো ফটো নিজের ইনস্টাগ্রামে শেয়ার করলেন, সাদা কালো ছবিতে বোল্ড পোশাকে ধরা দিলেন তিনি। সেলেব ফটোগ্রাফার ডাব্বু রত্নানির ক্যামেরার যাদুতে আরো বোল্ড ও বিউটিফুল লাগছে কঙ্গনা রানাওয়াতকে।

এভাবেই নিজেকে স্মৃতির পাতায় ডুবিয়ে রেখেছেন কঙ্গনা। এই ছবি রীতিমতো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। সকলেই প্রশংসা করেছেন এই ফটোর। এভাবেই বো’ল্ড লুকে নেটিজেনদের হৃদয় জয় করলেন অভিনেত্রী।