দিন বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে আরো সাহসী হয়ে উঠছেন শার্লিন চোপড়া। এতদিন শুধুমাত্র উ’ষ্ণ ফটো এবং ভিডিও আপলোড করেই ক্ষান্ত থাকতেন তিনি তবে সম্প্রতি সম্পুর্ন ন’গ্ন একটি ছবি আপলোড করেছেন শার্লিন যা ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নিজের ইন্সটা হ্যান্ডেলে শার্লিন একটি ছবি আপলোড করেছেন যেখানে তার শরীরের উপরিভাগে একটি সুতো অবধি নেই উন্মুক্ত ব’ক্ষযু’গল।
এমন ছবি দেখে স্বাভাবিক ভাবেই প্রশংসা এবং নিন্দা দুইয়েরই ঝড় উঠেছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে। তবে এসব কিছুই যে চর্চার মধ্যে থাকার প্রচেষ্টা তা বলাই বাহুল্য। এমনিতেই বেশ কিছুদিন ধরেই বলিউডের বড় পর্দায় দেখা যায়নি শার্লিনকে। তার মধ্যে গ্ল্যামার জগতে টিকে থাকতে কিছুটা সাহসী তিনি হয়েছেন বৈকি।
সংগৃহীত – টকবাজ