ন’গ্নতা বললে ভুল হবে। শিল্পের তাগিদে এবং চরিত্রের প্রয়োজনে অনেক কিছুই করতে হয় তারকাদের। অভিনয়ের ক্ষেত্রে, চরিত্রের প্রয়োজনে পোশাক ছোট বা কম অথবা কোন পোশাক ছাড়াই পুরোপুরি ন’গ্ন হয়ে ক্যামেরার সামনে দাঁড়ানো নতুন কিছু নয়। আর এমন যখন দেখা যায় তখন ওই তারকাদের তোপের মুখেও পড়তে হয়। সমালোচনা তাদের পিছু ছাড়ে না। বিশেষ করে বলিউডে। তারপরও তারকাদের দেখা যায় সব বিত’র্ককে পেছনে ফেলে সাহসী ভূমিকায় অবতির্ণ হতে।
হলিউডের পাশাপাশি বলিউডেও ন’গ্ন দৃশ্য বা পোশাক কম ব্যবহার করেই পর্দায় আসতে দেখা গেছে তারকাদের। বলিউডের তেমনই কিছু তারকাদের নিয়ে তৈরি করা হয়েছে এই প্রতিবেদন-
শাহরুখ খান –
বলিউড সিনেমাতে রোম্যান্সের নতুন মাত্রা যোগ করেছেন বলিউড বাদশা। ক্যারিয়ারের শুরুতেই ‘মায়া মেমসাব’ সিনেমার একটি দৃশ্যে ন’গ্ন হয়ে ক্যামেরার সামনে শুট করেছিলেন এই তারকা।
রাধিকা আপ্তে –
বলিউডের স্পষ্টবক্তা হিসেবে পরিচিতি রয়েছে রাধিকার। ‘পার্চড’ সিনেমাতে তাঁর ন’গ্নতা নিয়ে তোলপাড় হয়েছিল গোটা ইন্ডাস্ট্রি। পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের লড়াই করার গল্প ‘পার্চড’। রাধিকা জানিয়েছেন, চিত্রনাট্যের প্রয়োজনে ন’গ্ন হতে তাঁর কোনও আপত্তি নেই।
জন আব্রাহাম –
২০০৯ সালের থ্রিলার ফিল্ম ‘নিউ ইয়র্ক’ সিনেমার একটি দৃশ্যের শুটের জন্য ন’গ্ন হয়েছিলেন বলিউডের হার্টথ্রব জন আব্রাহাম। জ’ঙ্গি সন্দেহে ধরা পড়া একজন ভারতীয় জেলবন্দির চরিত্রে তাঁকে দেখা গিয়েছিল।
নন্দনা সেন –
রাজা রবি বর্মাকে নিয়ে কেতন মেহতার বিতর্কিত সিনেমা ‘রং রসিয়া’তে ক্যামেরার সামনে ন’গ্ন হয়েছিলেন অভিনেত্রী নন্দনা সেন। কিছু ‘বো’ল্ড’ দৃশ্য এবং ন’গ্নতার কারণে মুক্তির আগে সে’ন্সর বোর্ডের অনেক বাধা অতিক্রম করতে হয় সিনেমাটিকে।
নীল নিতিন মুকেশ –
নানা রকম চরিত্রে নিজেকে মানিয়ে নেন এই অভিনেতা। মধুর ভান্ডারকরের ‘জে’ল’ সিনেমার শুটিংয়ে ‘বো’ল্ড’ সিনে দেখা যায় নীল নিতিনকে। একজন জেলবন্দির চরিত্রে অভিনয় করার সময় ক্যামেরার সামনে ন’গ্ন হয়ে শুট করেন তিনি।
রণবীর কপূর –
বলিউডে ভার্সেটাইল অভিনেতা হিসেবে পরিচিতি রয়েছে রণবীরের। নানা রকম চরিত্রে দর্শকদের সামনে নিজেকে মেলে ধরেছেন তিনি। ‘সাওয়ারিয়া’ ছবির একটি গানের দৃশ্যে তাঁর ন’গ্নতাকে নিয়ে অনেক বিত’র্ক হয়।
দীপা শাহি –
১৯৯৩ সলে মুক্তি পায় ‘মায়া মেমসাব’ সিনেমা। যাতে শাহরুখ খানের সঙ্গে দীপা শাহির বো’ল্ড দৃশ্য সেই সময়ে রীতিমতো সমালোচনার ঝড় তোলে।
শ্রাবণ রেড্ডি –
টেলিভিশন অভিনেতা শ্রাবণ রেড্ডি, যিনি সর্বশেষ কালার্সের জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষ্ণদাসী’ তে দেখা গিয়েছিল আসন্ন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য পুরোপুরি উল’ঙ্গ হয়ে গিয়েছিলেন। শ্রাবণ রম্মান হান্দার ‘কর্ম’ শিরোনামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য একটি সম্পূর্ণ ন’গ্ন দৃশ্যের শুটিং করেছেন।
আমির খান –
সিনেমা বাছা এবং নিজের চরিত্র নিয়ে বরাবরই খুঁতখুঁতে বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। প্রতিটি সিনেমাতেই দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসেন অভিনেতা। রাজকুমার হিরানির ‘পিকে’ সিনেমার একটি দৃশ্যে ন’গ্ন হয়ে শুট করেছিলেন আমির। সেই দৃশ্যের পোস্টার নিয়ে অনেক বিত’র্কের মুখোমুখিও হতে হয় তাঁকে।
রাজকুমার রাও –
রাজকুমার রাও ন’গ্ন দৃশ্যটি ‘শ’হীদ’ ছবিতে করেছেন, তিনি নি’হত আইনজীবী এবং মানবাধিকারকর্মী শ’হীদ আজমির জীবনের উপর ভিত্তি করে চরিত্রটির বেদ’না ও অ’পমান বোধ করতে চেয়েছিলেন।
রণভীর সিং –
রণভীর সিং হ’ল প্রতিভার একটি পাওয়ার হাউস যারা সর্বদা বিভিন্ন ধরণের ভূমিকা নিয়ে পরীক্ষার জন্য উন্মুক্ত হন। ২০১৬ সালে নির্মিত চলচ্চিত্র ‘বেফিক্রে’ তার বাধাগুলি ছাপিয়ে মুভিটির জন্য ন’গ্ন হয়ে যায়। যদিও এই দৃশ্যটি কয়েক সেকেন্ডের ছিল, কিন্তু রণভীর বেশ কিছুদিন লাইমলাইটে ছিলেন।