#টেনইয়ারচ্যালেঞ্জ বা দশ বছর চ্যালেঞ্জ নামের এক আজব চ্যালেঞ্জ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ভাইরাল হয়েছে। দশ বছর চ্যালেঞ্জ নামের হ্যাশট্যাগ এখন সর্বত্র চোখে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। ১০ বছর আগের সঙ্গে এখনকার চেহারায় কতটা বদল? শুরু করেছিল হলিউড। বলি তারকারাও সে পথে হাঁটছেন। ১০ বছর আগের ছবির সঙ্গে পোস্ট করতে শুরু করে দিয়েছেন এখনকারটাও। অনেকে এখনও চুপচাপ বসে রয়েছেন। নজর রাখছেন, কে কী পোস্ট করছেন সে দিকে। এক্ষেত্রে বাদ যাননি আমাদের টলি তারকারাও। এক নজরে দেখে নিন এই দশ বছর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে কে কি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় ।
সোনম কাপুর
গ্লামারওয়ার্ল্ডের অভিনেত্রীরা এই চ্যালেঞ্জকে বেশ সিরিয়াসলি নিয়েছেন। সেলিব্রিটিদের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার সাধারণ ইউজাররাও এই চ্যালেঞ্জে অংশ নিয়ে পোস্ট শেয়ার করছেন। সোনম কাপুর, দিয়া মির্জা, শ্রুতি হাসান এবং আরও অন্যান্য অভিনেত্রীরা এই চ্যালেঞ্জে সামিল হয়েছেন। শুধু যে ছবি শেয়ার করা হচ্ছে তা নয়, সাথে থাকছে মানানসই ক্যাপশনও। নিচে অন্যান্য অভিনেত্রীদের ছবি দেখে নিন।
দিয়ানা পেন্টি
দিয়া মির্জা
বিপাশা বসু
শ্রুতি হাসান
অনুষ্কা শর্মা
করিশ্মা কাপুর
শিল্পা শেট্টী
পদ্মলক্ষ্মী
পিছিয়ে নেই বাংলার টালিপাড়ার সুন্দরীরাও। দেখে নিন টলিউড নায়িকারা দশ বছর চ্যালেঞ্জে কি ছবি শেয়ার করলেন।
রাইমা সেন
#10yearchallenge pic.twitter.com/El7BwA9Iwv
— raima sen (@raimasen) January 16, 2019
পার্নো মিত্র
#10YearChallenge 😂😁 pic.twitter.com/00C4nwEvNy
— P (@parnomittra) January 16, 2019
সোশ্যাল মিডিয়ার সাধারণ ইউজাররাও অংশ নিয়েছেন দশ বছর চ্যালেঞ্জে। দেখে নিন কয়েকটি পোস্ট।
১.
#10yearchallenge accepted😂😂 pic.twitter.com/AYqN0JphRR
— R.S. (@ronysaad8) January 16, 2019
২.
Challenge accepted! 😉 #MazbootJod #10YearChallenge pic.twitter.com/nArmbEcjGi
— Fevicol (@StuckByFevicol) January 16, 2019
৩.
#10YearChallenge
Mahatma Gandhiji..
2009=looking at Leftist..
2019=looking at Rightist..
And thinking where we are going?? pic.twitter.com/sxnGCgfrK9— 🇮🇳Nagaraj Lokhande🇮🇳 (@Nag3636) January 16, 2019
৪.
This Will Never Change.#10yearchallenge pic.twitter.com/Cw4itOI14Q
— mohit. . (@FodDaaluga) January 16, 2019
৫.
“টেন ইয়ার চ্যালেঞ্জ” নামের এই চ্যালেঞ্জ সোশ্যাল মিডিয়ায় ছেয়ে রয়েছে বর্তমানে। এই চ্যালেঞ্জকে #HowHardDidAgingHitYou ও বলা হচ্ছে কোনো কোনো জায়গায়। এই চ্যালেঞ্জে সবাই নিজের ২০০৮-২০০৯ সালের ছবির সাথে বর্তমানের ছবি শেয়ার করছেন। তবে এটির শুরু কে করেন সে ব্যাপারে সঠিক কিছু জানা যায়নি। তবে এই চ্যালেঞ্জের সুবাদে লোকজন নিজেদের স্মৃতি আরেকবার তাজা করে নিচ্ছেন সে কথা বলাই বাহুল্য।
F.I. – source