গত রবিবার ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি গুয়াহাটিতে অনুষ্ঠিত হয়। তবে আবহাওয়া জল ঢেলে দিয়েছিল সমস্ত ক্রিকেট ভক্তদের আনন্দে। মাঠে যদিও এদিন একটিও বল করা হয়নি তবে কেসটি বিরাট কোহলির একটি ছবির সাথে সম্পর্কিত, যেখানে তাকে পিচটি পর্যবেক্ষণ করতে দেখা গেছে।
প্রথমে আসল ছবিটি শেয়ার করা হয় বিসিসিআই-এর তরফ থেকে –
Next inspection at 9.30 PM IST.
*fingers crossed* pic.twitter.com/pT5wf61yiV
— BCCI (@BCCI) January 5, 2020
গুয়াহাটির ম্যাচটি নিয়ে প্রথম থেকেই নানা ধরণের মিম বানানো হচ্ছিল যা দ্রুত ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কারণ সেখানে পিচ শুকনো করার জন্য ব্যবহার করা হয় হেয়ার ড্রায়ার ও গরম ইস্ত্রির। এরপরই ভাইরাল হতে শুরু করে বিরাট কোহলির ছবি যেটি বিসিসিআই শেয়ার করে। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে গত ৫ই জানুয়ারি ছবিটি শেয়ার করে লেখা হয় পরবর্তী পর্যবেক্ষণ হবে রাত সাড়ে ন’টায়।
শুরু হয় ফটোশপের কারিগরি
Waiting for the pitch to dry like :#INDvSL #INDvsSL pic.twitter.com/uKpJFFcwsu
— OM Rajpurohit (@omrajguru) January 5, 2020
বিরাট কোহলির ছবি শেয়ার হওয়ার পরই আসরে নেমে পড়েন ফটোশপে দক্ষ মানুষজন। একের পর এক মজার মিম শেয়ার হতে শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। সেইসব ছবিতে কোহলিকে কখনও রঙ্গোলি বানাতে দেখা যাচ্ছে আবার কখনও বা কোহলির পাশে বসে আছেন ‘সুই-ধাগা’র বিমর্ষ অনুষ্কা। আসুন দেখে নেওয়া যাক মজার মিমগুলি –
১.
3 idiots cut scene Raju also had a brother. pic.twitter.com/KhgoFC9afa
— Sudipto (@tastemythunder) January 6, 2020
২.
Nobody:
14 Y/O couples at beach-#INDvSL pic.twitter.com/GenlFUtSjl— Monish Hardasani (@Being__bing) January 5, 2020
৩.
When it was your bday and Bcci didn't give you leave to celebrate.
You nibba: #INDvSL pic.twitter.com/MXX8f1ja8L
— Marwadi (@gaitonde07) January 5, 2020
৪.
— Sahan Bambarawanage🇱🇰☸️🕉 (@bambarawanage) January 5, 2020
৫.
Girls before marriage : I would get married in a family where they would let me be independent and also let me be myself.
Girls After Marriage : pic.twitter.com/AeAFlHHCmR
— N I T I N (@theNitinWalke) January 5, 2020
৬.
৭.
৮.
৯.
১০.
১১.