সমুদ্রে জলকেলিতে মাতলেন নায়িকা

0
846

উর্বশী রওতেলা সোশ্যাল মিডিয়ায়ও বেশ সক্রিয়। সম্প্রতি, তাঁর একটি ভিডিও ইন্টারনেটে দ্রুত ভাইরাল হচ্ছে। ভিডিওতে সমুদ্রের জল নিয়ে অভিনেত্রীকে দেখা যাচ্ছে। ভিডিওটি তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ঊর্বশী। তাঁর এই ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যালে ভাইরাল। ভিডিওতে ঊর্বশী রওতেলা ফুলের প্রিন্টেড বিকিনি পরেছেন। তিনি চুলেও ফুল গুঁজেছেন। চোখ ঢাকা রোদচশমায়। জল ছিটিয়ে জলকেলিতে মেতেছেন নায়িকা। শেয়ার করেছেন বেশ কিছু ফটো।

সম্প্রতি উর্বশী রওতেলার ‘এক ডায়মন্ড দা হার লেদে ইয়ার’ গানটি সোশ্যাল হিট। এর আগে তাঁকে দেখা গেছে ‘পাগলপন্তি’তে। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পুলকিত সম্রাট, অনিল কাপুর, জন আব্রাহাম, ইলিয়ানা ডি ক্রুজ এবং কৃতি খারবান্দা।

দেখুন সেই ভিডিও –