আবারও হাজির ফটোশপের গুরুদেব! বলিউড সেলিব্রিটিদের সাথে মজার ফটোশপ করা ছবিগুলি দেখলে আপনিও হাসবেন

0
1556

সোশ্যাল মিডিয়া মানেই বিনোদন আর মজার জায়গা। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যে এমন সব ছবি দেখতে পাওয়া যায় যা দেখে আপনি হেসে গড়াগড়ি খাবেন। ফটোশপের কথা তো আমরা সবাই জানি। আমাদের দেশের কিছু অতীব গুণধর মানুষ এই ফটোশপকে একটি ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন। তাদের এই ফটোশপগুলো এত বেশী অদ্ভুত হয়েছে যে আপনি না হেসে পারবেন না। আমরা আজ যে যুবকের কথা বলছি, তার ফটোশপ করা ছবিগুলো সত্যিই অতুলনীয়, ছবিগুলি এতই সুন্দরভাবে ফটোশপড করা হয়েছে যা সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়ে গেছে। ইনস্টাগ্রামে ৫০ হাজার ফলোয়ার্স রয়েছে ‘Unseen Friend’ নামের মুম্বাইয়ের ওই যুবকের ।

ফটোশপড করা এই ছবিগুলি থেকে খুঁত বের করা বেশ মুশকিল। আসুন দেখে নেওয়া যাক যুবকের ফটোশপড করা সেই মজার ছবিগুলি।

১. এই ছবিটি অনেকেই দেখে থাকবেন। বলিউড সেলিব্রিটিদের সাথে প্রধানমন্ত্রীর ছবিটি ব্যাপক ভাইরাল হয়। কিন্তু দেখুন তো ছবিতে ‘আনসিন ফ্রেন্ড’-কে খুঁজে পান কিনা!

২. সাঁতার শেখাতে তৈমুরকে কোলে চাপিয়ে নিয়ে এসেছিলেন বাবা সঈফ আলি খান। কিন্তু সেই জায়গায় কোলে হাজির ওই যুবক।

৩. রণবীর সিং দেখলে দীপিকাকে প্রশ্ন করতেই পারেন ওই যুবক কখন আবার দীপিকার ঘরে ঢুকল!

৪. নিকইয়াঙ্কার সাথে গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করছেন ‘আনসিন ফ্রেন্ড’।

৫. আচ্ছা তার মানে রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনের বিয়েতে এই যুবকই পৌরহিত্য করেছেন।

৬. ছবিতে আরেকজন রনবীর হাজির ‘চান্না মেরেয়া’র সাজে। সাথে রয়েছেন ওই যুবকও।

৭. বিরুষ্কার সুন্দর ছবিতে ওই যুবক বোধহয় থালা হাতে চানাচুর মুড়ি দিয়ে সন্ধ্যের টিফিন সারছেন।

৮. আলিয়া কি সবসময়ের জন্য বডিগার্ড নিযুক্ত করেছেন নাকি ওই যুবককে!!

৯. আলিয়া আর রণবীরের সাথে শপিং করতেও গিয়েছিলেন ওই যুবক।

১০. অদ্ভুত রকমের হাস্যকর। জাহ্নবীর মেক আপ কিট দিয়েই এই অদ্ভুত মেক আপ করেছেন যুবক!!

১১. করিনার জিম ট্রেনার হিসেবেও রয়েছেন যুবক। সত্যিই বহুমুখী প্রতিভাসম্পন্ন মানতেই হয়।

১২. প্রিয়াঙ্কা আর নিকের সাথে একটু সাইক্লিং করে শরীর ফিট করে নিচ্ছেন ‘আনসিন ফ্রেন্ড’।

১৩. এ কি! জ্যাকলিনের বিছানাতেও হাজির ওই যুবক। এখনও ঘুম ভাঙেনি মনে হচ্ছে।

১৪. ওমা! আর. মাধবনের বেডরুমেও প্রবেশ করেছেন যুবক।

১৫. ভারতীয় পুরুষ মানেই আর কিছু না হোক কম-বেশি ভুড়িটা তো থাকেই। ভুড়ি আছে বলে কি সেলফিতে আসা যাবে না, সে আবার হয় নাকি!

ফটোশপ করা ছবিগুলি দেখে আপনারা আশা করি মজা পেয়েছেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন।

ছবি – Unseen Friend