নায়িকা ছাড়া কি সিনেমা জমে?
জনপ্রিয় নায়িকাদের সিনেমায় কাস্ট করতে পারিশ্রমিক একটি বড় বিষয়।
বলিউডে নায়িকারা তাদের পারিশ্রমিক বাড়ানোর ব্যাপারে সোচ্চার হলেও টলিউডে পারিশ্রমিক নিয়ে নায়িকাদের কোনো রকমের অসন্তুষ্টিপূর্ন বক্তব্য সেভাবে জোরালো হয়নি ।
চলুন তাহলে জেনে নেওয়া যাক টলিউডের জনপ্রিয় নায়িকারা কে কত পারিশ্রমিক পান-
রাইমা সেন-
বাংলা চলচ্চিত্র জগতে যেসব অভিনেত্রী রয়েছেন তার মধ্যে অন্যতম দক্ষ অভিনেত্রী রাইমা সেন। স্বনামধন্য পরিবারের এই নায়িকার প্রতিটি সিনেমা পিছু পারিশ্রমিক প্রায় ৭ লাখ টাকা।
পায়েল সরকার-
পায়েল সরকার প্রতি সিনেমা পিছু প্রায় ৮ লাখ টাকা পারিশ্রমিক নেন। টলিউডের এই মিস্ট্রি নায়িকা নিজেকে দিন দিন পরিণত করছেন বাণিজ্যিক ছবি থেকে সমান্তরাল ছবিতে।
পাওলি দাম-
টলিউডের আরেকজন নামী অভিনেত্রী তথা দক্ষ নায়িকা প্রতি ছবি পিছু ১০ লাখ টাকা নেন। বিশেষ করে আর্টফিল্মে পাওলি নিজেকে যেভাবে প্রতিষ্ঠা করেছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য।
ঋতুপর্ণা সেনগুপ্ত-
বাংলা চলচ্চিত্রের নব্বইয়ের দশক একাই মাত করে রেখেছিলেন টলিউডের এই সুন্দরী অভিনেত্রী। বলা বাহুল্য, এই অভিনেত্রীর জনপ্রিয়তায় এখনও কোনো ভাটা পড়েনি। ইনি প্রতি সিনেমা পিছু পারিশ্রমিক পান ১১ লাখ টাকা।
সায়ন্তিকা ব্যানার্জী-
টলিউডের এই সুন্দরী অভিনেত্রী প্রতি সিনেমা পিছু ১৪ লাখ টাক পারিশ্রমিক নেন। এই মূহুর্তে বাংলা সিনেমায় সায়ন্তিকার জনপ্রিয়তা বেশ উঁচুর দিকেই।
নুসরত জাহান-
বাংলা চলচ্চিত্রের অন্যতম হট ফেভারিট নায়িকা। একাধিক হিট সিনেমা দিয়েছেন তিনি। নুসরত প্রতি ছবি পিছু ১৫ লাখ টাকা নেন।
মিমি চক্রবর্তী-
মিমি প্রতি সিনেমা পিছু ১৭ লাখ টাকা নেন। সিরিয়াল দিয়ে নিজের কেরিয়ার শুরু করলেও, অভিনয় দক্ষতার মাধ্যমে ধীরে ধীরে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।
শ্রাবন্তী-
বাংলা বাণিজ্যিক সিনেমায় শ্রাবন্তী একটি নির্ভযোগ্য নাম। প্রতি সিনেমা পিছু ইনি নেন ১৮ লাখ টাকা।
কোয়েল মল্লিক-
টলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন। প্রতি মুভি পিছু প্রায় ২০ লাখ টাকা নেন।
শুভশ্রী-
ইনি প্রতি সিনেমা পিছু প্রায় ২৩ লাখ টাকা পারিশ্রমিক নেন। শুনতে অবাক লাগলেও, কোয়েল বা ঋতুপর্ণার মতো জনপ্রিয় অভিনেত্রীদের থেকে বেশিই পারিশ্রমিক পান শুভশ্রী। সম্প্রতি বিয়েও করেছেন টলিউডের অন্যতম বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তীকে।
তো বন্ধুরা কেমন লাগলো টলিউডের অভিনেত্রীদের আয় শুনে, কমেন্ট করে জানান।