বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেমিকার মুখ থেকে নানারকম প্রতিশ্রুতির কথা শোনা যায়। যেমন ‘আমি তোমাকে ছাড়া বাঁচবো না’, ‘তুমিই আমার জীবনের সবকিছু’ এছাড়াও আরও অনেক কিছুই রয়েছে। কিন্তু বাস্তবের ছবি কিন্তু অন্য কথা বলছে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, বিয়ের সময় যখন ঘনিয়ে আসে তখন অনেক প্রেমিকাই তার প্রাণের চেয়ে প্রিয় প্রেমিকের ভুলে যেতে দ্বিধাবোধ করে না। আর হবু বর যদি পয়সাওয়লা হয় তাহলে তো কোনো কথাই নেই, প্রেমিককে ভুলে যাওয়ার প্রক্রিয়া দ্বিগুণ গতিতে তরান্বিত হয়। আবার কিছু মেয়ে এমনও থাকে যারা টাকা-পয়সার লোভে নিজের চেয়ে অনেক বেশী বয়সী পুরুষদের বিয়ে করতেও দ্বিধাবোধ করে না ।
আজ আপনাদের সামনে এরকমই কয়েকটি ছবি নিয়ে এসেছি যেগুলো দেখলে আপনিও বলবেন ভালোবাসার চেয়েই টাকায় বেশি দরকারি।
যখন কোনো পুরুষ সরকারী চাকুরিজীবি হয় –
এবং মেয়েদের বাবা মায়েরা হুমড়ি খেয়ে পড়ে সেই ছেলেটির সাথে মেয়ের বিয়ে দেওয়ার জন্য
এটা কি সত্যি?
বয়সের পার্থক্য মোটে ২৫ বছর
একেই বলে কপাল
না আমি বর্ণবিদ্বেষী নই, তবে ছেলেটির ভাগ্য সত্যিই ভালো
হ্যাঁ এই লোকটিই মেয়েটির স্বামী
বিয়ের কথা তো স্বর্গতে লেখা হয়, স্বর্গ মানে টাকা
ও শুধু আমার
ছেলেটা মেয়েটাকে এমনভাবে আগলে আছে দেখে আমার রীতিমত হিংসা হচ্ছে
ছেলেটির মুখ দেখে মনে হচ্ছে, সে নিজের বিয়ে নিয়ে যথেষ্ঠ বিরক্ত
সে কিছুতেই চায় না, বিয়ের অনুষ্ঠানে আসা তার বন্ধু-বান্ধবরা তার বউয়ের দিকে নজর দিক
লোকটি মেয়েটির বাবা নয়, তার বর
মেয়েটির কাছে একটাই প্রশ্ন, এত কি দরকার ছিল টাকার?
আর কি বলবো
টাকার প্রেমে গোটা দুনিয়া পাগল
শেষ অবধি এটাও দেখতে হল
সব ইয়াং ছেলেরা কি একসাথে মরে গেছে!
ভীষণ চাপের বিষয়
কিসের চাপ সেটা আপনারা নিজেরাই আন্দাজ করতে পারছেন নিশ্চয়