নাগমার পেটে ডিমের অমলেট বানালেন প্রভুদেবা! (ভিডিও সহ)

0
999

এক সময়ে বলিউডে নামজাদা অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন নাগমা। বর্তমানে তাঁর নতুন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে। সেখানে নাগমার পেটে ডিম ফাটাতে দেখা যাচ্ছে প্রভু দেবাকে। মুহূর্তের মধ্যে তা অমলেট হয়ে যাচ্ছে। ক্লিপিংসটি নগমা-প্রভুদেবার বেশ অনেকদিন আগের একটি সিনেমার! ‘ভাইরাল’ হল এই সোশ্যাল মিডিয়ার যুগে, এতবছর পর আচমকাই ঘুরে ফিরে এল ভিডিওটি! তোলপাড় হয়ে যাচ্ছে নেট দুনিয়া! কী করে এটা সম্ভব।

পেট থেকে এটা হয়ে গেল অমলেট! অবশ্য এও ঠিক, বলিটাউনে এই প্রজন্মর তাবড় তাবড় সুন্দরীদের মধ্যেও এতবছর বাদেও ‘নগমা ম্যাজিক’ কিন্তু  অক্ষুন্ন রয়েছে! কিছুদিন আগে একইভাবে ছড়িয়ে যায় জুহি চাওলার ‘ডর’ ছবির একটি দৃশ্য! সেখানে হিট হয়েছিল জুহি চাওলা।

দেখুন সেই ভিডিও –