তাঁর শেষ ছবি কবে মুক্তি পেয়েছে, ভেবে বলা কঠিন! কিন্তু তাতে তাঁর কিছুই যায় আসে না! তিনি ভাল করেই জানেন, কীভাবে লাইমলাইটের কেন্দ্রে থাকতে হয়! পুনম পান্ডে! কোনও না কোনও ‘কাণ্ড’ ঘটিয়ে তিনি ঠিক খবরে চলে আসেন! সোশাল মিডিয়াতেও ভীষণভাবে অ্যাক্টিভ! তাঁর প্রতি মুহূর্তের আপডেট রেখে চলেছে অগুন্তি ফ্যান! এবার আর কোনও বন্ধ ঘরের দরজায় পোশাক খুললেন না পুনম পান্ডে। একেবার প্রকৃতির কোলে ধরা দিলেন নগ্নতা নিয়ে।
বোল্ড ছবি ও ভিডিও শেয়ার করে সব সময়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন পুনম পান্ডে। আগে তাঁর MMS সব সময়েই ব্যাপক ভাবে প্রভাব ফেলেছে, হয়েছে ভাইরালও। পুনমের বোল্ড ভিডিও সব সময়েই ইন্টারনেটে ভাইরাল হয়েছে।
দেখন সেই ভিডিও –
ইনস্টাগ্রামে তাঁর ফ্যানেদের সঙ্গে বোল্ড ভিডিও শেয়ার করার সুযোগ কখনই ছাড়েন না। তিনি টিম ইন্ডিয়ার সাফল্যে বারেবারেই স্ট্রিপ করেন। সোশ্যাল অ্যাকাউন্টে সুপারহট ছবি শেয়ার করে পুরনো প্রতিশ্রুতি পূরণ করেছেন।