কেরিয়ারের শুরুতেই তাঁর রূপের ছটায় মুগ্ধ করেছিল দর্শককে । তিনি মুনমুন সেন । মা কিংবদন্তি সুচিত্রা সেনের ‘মিথ’ থেকে দূরে তৈরি করেছেন নিজস্ব সরণি । নির্মল সৌন্দর্য আর উদ্ধত গ্ল্যামারে মাত করা সেই পুরনো ঝলক ফিরে দেখা ।
মুনমুনে সেনের পেশাদার অভিনয়ে আসা বিয়ের পরে ।
১৯৮২ সালে মুক্তি পায় তাঁর ‘রাজবধূ’ ।
হিন্দি ছবিতে তাঁর প্রথম কাজ ‘অন্দর বাহার’ (১৯৮৪) ।
তপন সিংহ, মৃণাল সেন কিংবা ঋতুপর্ণ ঘোষের মতো প্রথম সারির পরিচালকদের বিশেষ পছন্দ ছিলেন তিনি ।
বাংলা বা হিন্দি ছাড়াও মালয়ালম, কন্নড় প্রভৃতি ভাষার ছবিতেও কাজ করেছেন তিনি ।
সাম্প্রতিক কালে ফের আলোচনায় এসেছে মুনমুন অভিনীত ‘আবার বসন্ত বিলাপ’ (২০১৮) ছবিটি ।
কেবল বড় পর্দা নয়, টেলিভিশনেও বহু কাজ করেছেন তিনি ।
মা সুচিত্রা সেন তো বটেই, তাঁর দুই মেয়ে রিয়া-রাইমাও রূপে-গুণে রুপোলি পর্দায় ঝড় তুলেছেন ।
২০১৪ সালে পা রেখেছেন রাজনীতির ময়দানে ।
অভিনয়ের দক্ষতা ছাড়াও তিনি ছিলেন খুবই ভাল ছাত্রী । ছবি আঁকার ক্ষেত্রেও তাঁর বিশেষ আগ্রহ ছিল ।
অভিনয়ের স্বীকৃতি হিসেবে একাধিক পুরস্কার পেয়েছেন তিনি ।