এই মুহূর্তে পুরো বিশ্ব করো’না ভাই’রাসে আ’ক্রান্ত আর সারা বিশ্বই এই ভাই’রাসের কারণে আতঙ্কিত। করো’না ভাই’রাস চিনে বুহান শহর থেকে বেরিয়ে এখন পুরো বিশ্বে ধ্বংসলীলা শুরু করে দিয়েছে। যাতে বিশ্বের প্রায় ১৯০টি দেশের ১৩ লক্ষ্যের বেশি মানুষ আ’ক্রান্ত হয়েছে। মানুষের মধ্যে এই ভাই’রাস নিয়ে দারুণ আতঙ্ক ছড়িয়েছে। এইসময় লকডাউন ভেঙে দুই ক’লগা’র্ল নিয়ে ‘সে’ক্স পার্টি’ করায় শাস্তি পেতে যাচ্ছেন ইংলিশ ডিফেন্ডার কাইল ওয়াকার।
ওয়াকারকে শাস্তি দিতে যাচ্ছে তার ক্লাব ম্যানচেস্টার সিটি। এক বিবৃতিতে ম্যানচেস্টার সিটি জানায়, একটি ট্যাবলয়েড পত্রিকা মারফত আমরা জানতে পারি ওয়াকারের ব্যাক্তিগত কিছু ঘটনা। সে ঘটনাটি বৃটেনের লকডাউন আইন ভেঙেছে ও সামাজিক দূরত্বের নিয়মও ভঙ্গ করেছে।
রাতভর কাটালেন ক’লগা’র্লদের সাথে। বন্ধুকে নিয়ে করলেন ফূর্তি। কিন্তু সকালেই ভক্তদের উদ্দেশে বললেন, ‘নিরাপদ থাকতে সামাজিক দূরত্ব বজায় রাখুন।’ ম্যানচেস্টার সিটির ইংলিশ ডিফেন্ডার কাইল ওয়াকারের এমন দ্বিমুখী ব্যবহারে বিরক্ত ভক্তরা। এ ঘটনার পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইংলিশ এই তারকা। বিটিশ ট্যাবলয়েড দ্য সান ক’লগা’র্লদের একজনের পরিচয় প্রকাশ করেছে। ২১ বছর বয়সী লুসি ম্যাকনামারা এর সাথে ছিলেন ব্রাজিলের আরেক ক’লগা’র্ল।
গত ২৩ মার্চ থেকে তিন সপ্তাহের লকডাউন চলছে ব্রিটেনে। ফুটবলাররা সারা বিশ্বের মানুষের আইডিয়ল। কাইল ওয়াকারের এরকম কাজের জন্য ক্লাব খুবই হতাশ হয়েছে। তার বিপক্ষে তদন্ত চলছে। ক্লাবের নিয়ম অনুযায়ী শাস্তি পেতে হবে তাকে।
দ্য সান জানায়, নিজের বিলাসবহুল এপার্টমেন্টে দুই ক’লগা’র্লকে ডাকেন ওয়াকার। দুজন একই ট্যাক্সি ক্যাবে করে মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় পৌঁছান কাইল ওয়াকারের চেশায়ারের বাসায়। এরপর ওয়াকারের এক বন্ধু ক’লগা’র্লদের নিয়ে যায় ইংলিশ ফুটবলারের এপার্টমেন্টে।
On a serious note though, please everyone stay home, look after one another through this difficult time and check in on loved ones but don’t visit them 💙 #StayHomeSaveLives pic.twitter.com/9QnWkcnGrH
— Kyle Walker (@kylewalker2) March 24, 2020
দ্য সানকে লুসি বলেছে, আমি ম্যানচেস্টারের এক এজেন্সির হয়ে কাজ করি। বসের কাছ থেকে একটা মেসেজ পাই যেখানে তিনি লিখেন, একজন হাইপ্রোফাইল ক্লায়েন্ট ক্ল্যাসি কাউকে খুঁজছেন। ক্যাবের ড্রাইভার ঠিকানা অনুযায়ী এপার্টমেন্টের গেটে আমাকে নামিয়ে দেয়। তার এক বন্ধু আমার সঙ্গে সাক্ষাত করেন। গাড়িতে আরেকটি মেয়ে ছিল। সে না বলার আগে পর্যন্ত আমি জানতাম না যে কাইল ফুটবল তারকা।
লুসির তোলা একটি ছবিতে দেখা গেছে, টাকা গুনছেন কাইল। তিনি ও তার বন্ধু তিন ঘণ্টা ফূর্তির বিনিময়ে ২ হাজার ২০০ পাউন্ড দিয়েছেন ওই দুই ক’লগা’র্লকে। পাওনা হাতে পাওয়ার পর রাত ২টার দিকে বেরিয়ে গিয়েছিল তারা। সেদিনই এক টুইট বার্তায় কাইল ওয়াকার লিখেন, ‘প্লিজ সবাই ঘরে থাকুন। এই কঠিন মুহূর্তে ভালোবাসার মানুষটির সঙ্গে যোগাযোগ রাখুন কিন্তু তাদের সঙ্গে সাক্ষাত করতে যাবেন না।’
আর পরদিন বুধবার এক ইন্টারভিউয়ে ওয়াকার বলেন, ‘ঘরে থাকুন। নিয়মিত হাত ধৌত করুন। যেসব বিধিনিষেধ রয়েছে সেগুলো মেনে চলুন।’ ওয়াকারের এমন আচরণে অবাক ক’লগা’র্ল লুসি, ‘রাতে সে অচেনা ক’লগা’র্লদের ঘরে ডাকলো সে’ক্সপা’র্টির জন্য।