চিক্কামাগালুরু বেঙ্গালুরুর একটি ছোটো জেলা এবং মূলত কফি চাষের জন্যই এই জায়গাটি বিখ্যাত। সম্প্রতি এখানে রাজ্য বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।
এই নির্বাচনে ব্যাপকভাবে পূর্ব পরিকল্পিত কৌশলমাফিক প্রচার অভিযান চালান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সভাপতি অমিত শাহ। ফলস্বরুপ এই জেলার পাঁচটি সংসদেই জয়লাভ করে বিজেপি।
নির্বাচন পর্ব মিটে যাওয়ার দু মাস পর চিক্কামাগালুরু জেলার কৃষকরা মোদীজি এবং অমিত শাহ’র পেল্লাই আকারের কাট আউটগুলি ব্যবহার করছেন কাকতাড়ুয়া হিসেবে। স্থানীয় কৃষকরা জানান যে, এই বছর পর্যাপ্ত পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এবং বীজ বপনের কাজও সম্পূর্ণ হয়েছে।
“এটি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। রাজনৈতিক দলের নেতারা প্রচারের সময় ব্যবহৃত কাট আউটগুলি ভোট মিটে যাওয়ার পরও বিভিন্ন গ্রামে গঞ্জে রেখে গেছেন। আর কৃষকরা সেই সমস্ত কাট আউটগুলিই জমিতে ব্যবহার করছেন। কাউট আউট তৈরির কাজে ব্যবহৃত হওয়া লাঠি বা কাঠগুলিও অনেক কৃষক বিভিন্ন কাজে ব্যবহার করছেন।”, রাজেশ মাতাপতি জানান, যিনি স্থানীয় কৃষি সরঞ্জাম বিক্রেতা।
অবশ্য সেখানকার স্থানীয় পঞ্চায়েত প্রধান টি এন শিবাকিরাণ কে ব্যাপারটি সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তিনি বলেনে যে, তিনি এরকম কিছু দেখেননি।
এই কাট আউট গুলি লাগিয়ে সত্যিই পাখি তাড়ানো সম্ভব কিনা সে ব্যাপারে আমরা বলতে পারবো না, তবে সেখানকার কৃষকদের জন্য এগুলি সত্যিই কাজ করছে।