২০০৮ সাল থেকে ভারতীয় ক্রিকেটে আবির্ভাব হয়েছে আইপিএলের। মাস-দেড়েকের এই টি টোয়েন্টি ক্রিকেটের এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে অনেক ক্রিকেটারই যে পরিমাণ রোজগার করেন, সারা বছরের বাকি সময়তে অনেক ঘাম ঝরিয়ে খেললেও অত রোজগার করতে পারেন না। একটা আইপিএল খেললেই তারকা ক্রিকেটাররা কোটি টাকা রোজগার করে ফেলেন। বলা বাহুল্য, এই আইপিএল খেলে মূলত বিশ্বের তাবড় ব্যাটসম্যানরাই বেশি রোজগার করেন। আসুন দেখে নেওয়া আইপিএল থেকে কোন ক্রিকেটার কত রোজগার করেছেন –
১৬) ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ): ৫২.৫০ কোটি টাকা

বরাবরই মারকুটে ব্যাটসম্যান, এবারের আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব দলে রয়েছেন।
১৫) দীনেশ কার্তিক: ৫৩.৭০ কোটি টাকা

সম্প্রতি দারূণ ফর্মে রয়েছেন, এবারের কেকেআর দলের অধিনায়ক।
১৪) ডেভিড মিলার (সাউথ আফ্রিকা): ৫৪.৪০ কোটি টাকা

বোলারদের ত্রাস এই আফ্রিকান ব্যাটসম্যান, এবারের আইপিএলে পাঞ্জাব দলে আছেন।
১৩) রবীন্দ্র জাদেজা: ৫৬ কোটি টাকা

ভারতের নির্ভরযোগ্য অল-রাউন্ডার, বরাবরই চেন্নাই দলে খেলতে পছন্দ করেন।
১২) সুনীল নারিন (ওয়েস্ট ইন্ডিজ): ৫৭.৭০ কোটি টাকা

কেকেআরের তুরুপের তাস এই মিস্ট্রি স্পিনার।
১১) কায়রন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ): ৫৮.৩ কোটি টাকা

অসম্ভব শক্তিশালী ব্যাটসম্যান, মুম্বাই দলে খেলছেন এবারে।
১০) শিখর ধাওয়ান: ৫৯.৭ কোটি টাকা

ভারতীয় ওপেনার ব্যাটসম্যান, হায়দ্রাবাদের হয়ে খেলছেন।
৯) রবীন উথাপ্পা : ৬৫.৮০ কোটি টাকা

কেকেআর দলে রয়েছেন এবারে।
৮) শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া): ৬৯.১ কোটি টাকা

দারুণ ফর্মে খেলছেন এবারে চেন্নাইয়ের হয়ে।
৭) এবি ডেভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা): ৬৯.৫ কোটি টাকা

মিস্টার ৩৬০ ডিগ্রি, বেঙ্গালুরুর হয়ে খেলেন।
৬) সুরেশ রায়না: ৭৭.৩০ কোটি টাকা

আইপিএলের অন্যতম সেরা ব্যাটসম্যান।
৫) যুবরাজ সিং: ৮৩.৬ কোটি টাকা

যুবি এবারে হায়দ্রাবাদ দলে আছেন।
৪) বিরাট কোহলি : ৯২.২ কোটি টাকা

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক, বেঙ্গালুরু দলেরও অধিনায়ক।
৩) গৌতম গম্ভীর: ৯৪.৬ কোটি টাকা

কেকেআর ছেড়ে আবার দিল্লীর দলে যোগ দিয়েছেন।
২) রোহিত শর্মা: ১০৬.১০ কোটি টাকা

মুম্বাই দলের অধিনায়ক।
১) এম এস ধোনি: ১০৭.৮ কোটি টাকা

আইপিএলের অন্যতম জনপ্রিয় হার্ড হিটার ব্যাটসমান। এবারেও চেন্নাই দলেই রয়েছেন।