সারা পৃথিবীতে অজস্র দেশ রয়েছে এবং বিভিন্ন দেশের মানুষও বিভিন্ন রকমের হয়। কিন্তু ভারতের মত বিশাল এবং বৈচিত্রময় দেশ খুবই কম আছে। আমাদের দেশ যেমন বৈচিত্রময় সেরকমই আমাদের দেশে বসবাসকারী বিপুল সংখ্যার মানুষজনও যথেষ্ঠ বৈচিত্রময়। এইসব মানুষজনের কর্মকাণ্ড গুলিও বিচিত্র ধরণের হয়। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হতে গিয়ে বা আলাদা রকম কিছু করতে গিয়ে মজার খোরাক হয়ে উঠেন ।
কিছু মানুষ আবার সেলফি আসক্তও রয়েছেন যারা আশ্চর্য্যজনক সব সেলফি তুলতে গিয়ে মজার কাণ্ড ঘটিয়েছেন। আর এইসব ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় অল্প সময়েই ভাইরাল হয়েছে।
আসুন দেখে নেওয়া যাক এরকম কয়েকটি মজার ছবি, যেগুলি দেখে আপনিও বলবেন এসব শুধু আমাদের দেশেই সম্ভব।
১.
সারাদিন কাজ করে ফেরার পর যখন ফোনের বদলে নিজের চার্জের প্রয়োজন হয়।
২.
এইজন্যই বোধহয় বলা হয়, সকলের শিক্ষার প্রয়োজন।
৩.
এত ছাড়! ভাবা যায়। এত টাকা সাশ্রয় করলে তো স্যুইস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে হবে জমা করার জন্য।
৪.
দাদা গাড়ি চালাচ্ছেন আর বৌদি গিয়ার ঠিক করছেন।
৫.
যখন আরাম করাটাই শেষ কথা।
৬.
রাজামশাইকে দেখছেন। একার রাজত্বে কিরকম রাজ করছেন।
৭.
ফ্যামিলি ফটোটা বিগড়ানোর জন্য বাচ্চা মেয়েটি নিজের কাজ করে দিয়েছে। যদিও বাচ্চাটিকে মিস্টি লাগছে।
৮.
বিয়ের আগেই বর তো দেখছি ভিজিয়ে দিয়েছে কনেকে। কিভাবে ভিজিয়েছে, সেটাই চিন্তার বিষয়।
৯.
ছবিটি যদিও আমাদের দেশের নয়, তবে গরীবের সুইমিং পুল এরকমই হয়।
১০.
কাকিমারা আজ কিছু তুফানি করার কথা ভেবেছেন।
১১.
যখন আপনার কাছে স্মার্টফোন থাকে না কিন্তু তবুও আপনি সারাদিন সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত থাকতে চান।
১২.
যখন কেউ ক্লাসিকাল ডান্সের অনেক বড় ফ্যান হয়।
১৩.
সাধারণ মানুষের থেকে কাকটি তো অনেক বেশি ট্রাফিক নিয়ম মানে দেখা যাচ্ছে।
১৪.
এটা কি বর না কোনো শবদেহ হঠাৎ জীবিত হয়ে উঠে দাঁড়িয়েছে – বোঝা মুশকিল।
১৫.
ব্যাঙ্কের নিয়োগ করা নিরাপত্তাকর্মীকে যখন মাইনে কম দেওয়া হয়।
১৬.
ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আজ কলেজে গিয়েই ফ্রেশ হব না হয়।
১৭.
ভারতীয়দের কৌতুহলের কোনো শেষ নেই!
আসুন দেখে নেওয়া যাক এবার কয়েকজন সেলফি পাগল কে।
১৮.
যখন কেউ অতিরিক্ত দেশভক্ত হয় এবং তা লোকজনকে জানানোর জন্য উদগ্রীব হয়।
১৯.
কে ভালো পোজ দিচ্ছে আপনারাই বলুন।
২০.
‘খতরো কে খিলাড়ি’ বোধহয় এরকম পাবলিক দেরই বলা হয়।
২১.
এরকম উদ্ভাবনী চিন্তাভাবনা করা বয়ফ্রেন্ড আর কজনের ভাগ্যে জোটে বলুন।
২২.
আর কি কি দেখতে হবে কি জানি। ভাগ্যিস হেগে দেখায়নি!
২৩.
ভদ্রলোকের বোধহয় সেলফি তোলার ভূত মাথা থেকে নেমে গেছে এই ঘটনার পর।
২৪.
হাতিও দেখছি সেলফি তুলছে, কি দিনকাল পড়ল মাইরি!