এবারের IPL-এ সঞ্চালিকার ভূমিকায় নেই মায়ান্তি ল্যাঙ্গার, উষ্ণতা বাড়াতে আসছে নেরোলি মেডোজ 

0
1411

আর কিছু ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত আইপিএল। টানটান ক্রিকেট যুদ্ধ দেখার অপেক্ষায় গোটা ক্রিকেট বিশ্ব। আর আইপিএল মানেই ক্রিকেটের সঙ্গে গ্ল্যামার ও বিনোদনের মিশেল। তবে এই বছর করোনার কারণে তাতে কিছুটা খামতি পড়ছে। সেই ঘাটতি কিছুটা মেটাতে আইপিএলের সঞ্চালিকার ভূমিকায় আসছেন বিশ্বখ্যাত স্পোর্টস অ্যাঙ্কার অস্ট্রেলিয়ার নেরোলি মেডোজ। নেরোলি মেডোজ যুক্ত হওয়ার আইপিএল দেখার আনন্দ ও বিনোদন অনেকগুন বাড়বে তা বলার অপেক্ষা রাখেনা।

ভারত-সহ সমগ্র বিশ্বের ক্রিকেটপ্রেমীদের নজর এখন আমিরশাহিতে শুরু হতে চলা ১৩তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2020) দিকে। করোনা অতিমারী চলে আসায় এপ্রিলে শুরু হতে চলা আইপিএলের আসর পিছিয়ে যায়।

ক্রিকেটারদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ১৯শে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আইপিএল-এর কোনও ম্যাচে স্টেডিয়ামে দর্শকের উপস্থিতি দেখা যাবে না।

কিন্তু টেলিভিশন এবং অন্যান্য লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্মের মাধ্যমে ক্রিকেটপ্রেমীরা বাড়িতে বসেই দেখতে পারবেন সবকটি ম্যাচ।

বলা বাহুল্য, ক্রিকেট বিশ্ব এখন শুধু আইপিএল-এর শুরু হওয়ার অপেক্ষায়।

বিসিসিআই এই সিদ্ধান্তের মধ্যে আইপিএল ২০২০ মরশুমের জন্য কমেন্টেটরদের তালিকাও প্রকাশ করে দিয়েছে।

বিসিসিআই এই মরশুমের কমেন্টেটরদের মধ্যে অ্যাঙ্করদের নামেও শিলমোহর লাগিয়ে দিয়েছে।

প্রত্যেক মরশুমের মতো ফিমেল অ্যাঙ্কারদের কথা বলা হলে ভারতের ময়ন্তী ল্যাঙ্গারকে প্রধান স্থান দেওয়া হয়েছে।

ভারতের স্পোর্টস জগতের সবচেয়ে সুন্দরী ফিমেল অ্যাঙ্কর ময়ন্তী ল্যাঙ্গারকে শামিল করা হয়েছে।

কিন্তু এবার ময়ন্তী ল্যাঙ্গারকে টক্কর দেওয়ার মতো একজন ফিমেল অ্যাঙ্কার নির্বাচন করা হয়েছে।

অস্ট্রেলিয়ার লাস্যময়ী অ্যাঙ্কার ন্যারোলি মিডোজকে জায়গা দেওয়া হয়েছে।

স্পোর্টস অ্যাঙ্কারদের মধ্যে মেয়েদের কথা বলা হলে ন্যারোলি মিডোজ একজন বড়ো মুখ।

যার যথেষ্ট পরিচিতি রয়েছে। ন্যারোলি মিডোজ ফক্স স্পোর্টসে কাজ করেন।

যিনি গত বেশকিছু বছর অর্থাৎ প্রায় ১০ বছর ধরে ক্রিকেট ছাড়াও রাগবি, ফুটবল, টেনিস আর বাক্সেট বলে প্রধান অ্যাঙ্কার হিসেবে কাজ করেছেন।

ন্যারোলির জন্য এটা প্রথমবার যখন তিনি আইপিএলে অ্যাঙ্কারের কাজ করবেন।

ন্যারোলিকে গত বছর খেলা হওয়া বিশ্বকাপেও অ্যাঙ্কারের ভূমিকায় দেখা গিয়েছে।

সবচেয়ে বিশেষ ব্যাপার হল যে তাঁর ক্রিকেটের জ্ঞান বাকি অ্যাঙ্কারদের তুলনায় অনেক ভালো।

আইপিএলে ন্যারোলির নাম ঘোষনার পর ভারতীয় সমর্থকরাও যথেষ্ট খুশি।

কারণ ন্যারিলির ফ্যান ফলোয়িং ভারতে অনেক বেশি। ভারতে সমর্থকরা এমনিতেও টুইটারে ন্যারোলিকে আইপিএলে আনার দাবি করছিএন।

কমেন্ট্রি প্যানেলে শামিল হওয়ার পর ন্যারোলি ভারতীয় সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন।

সংগৃহীত –    

ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম