শিশুর অভিভাবক যদি ভালো না হয় তাহলে সে বড় হয়ে ভালো কিছু করবে না, এরকম একটা কথা বিশ্বজুড়ে প্রচলিত আছে। তাই প্রত্যেক বাবা-মা তাদের সন্তানের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করেন এবং তাদের সামনে খারাপ কোনকিছু করা থেকে বিরত থাকেন। সন্তানকে সর্বোচ্চ ভালো শিক্ষায় শিক্ষিত করতে সব সময় সচেষ্ট থাকেন প্রায় সব অভিভাবকেরাই। আমরা এতদিন ভেবেছিলাম এরকমটাই। কিন্তু এই অভিভাবকদের দেখে আমাদের সেই চিন্তায় আঘাত লেগেছে! আমরা আজ কিছু অদ্ভুত অভিভাবকের ছবি প্রকাশ করলাম যাদের দেখে আপনি প্রচণ্ড অবাক হবেন, আপনার খারাপ লাগবে পাশাপাশি তাদের কর্মকাণ্ড দেখে আপনার হাসিও পাবে !
আসুন দেখে নেওয়া যাক এরকমই কয়েকজন বাবা-মা’র ছবি, যারা কয়েক মূহুর্তের জন্য সমস্ত দায়িত্বজ্ঞান ভুলে গেছিলেন-
১. এটা কি নিজের সন্তান না কোনো বাজার করার থলে?
২. মা যেদিন ছেলের দায়িত্ব বাবাকে দিয়ে বাইরে যায়
৩. মা কি পাগল হয়ে গেল নাকি? বারবার শব্দ করছে আর আমি চমকে যাচ্ছি।
৪. দাঁড়া সোনা, ডিস্টার্ব করিস না, তোর বাবা মেল করেছে।
৫. বাচ্চাটা নিশ্চয় এতটাও মজা পেতে চায়নি
৬. এটা আবার কি করতে চাইছেন বাচ্চাটির মা?
৭. চল, আজ তোকে মাছের বাজারে বেচে দিয়ে আসি
৮. ফিডিং বোতলের জায়গায় বিয়ারের বোতল, হতেই পারে, পাশ্চাত্যের দেশ বলে কথা
৯. জোর করে সিগারেট খাওয়ানোর কি দরকার ছিল, মা আবার হাসছেন
১০. এ তো দম বন্ধ হয়ে মারা যাবে!
১১. দাঁড়া বাবু, তোর মা ভালো পোজ দিয়েছে, ছবিটা তুলে নিই
১২. ওয়েলকাম টু দা গ্যাংস্টার ফ্যামিলি
১৩. বাচ্চাকে কি শেখাচ্ছেন ইনি নিকেই জানেন।
১৪. যেমন মা, তেমনি মেয়ে! ইয়ো ইয়ো!
১৫. বড়দের আচরণ দেখে বাচ্চাও হতবাক
১৬. এই তো গুপ্তধনের সন্ধান পেয়ে গেছি
১৭. কার্টুন দেখবো বলে ঝামেলা করছিলাম, মা বাথরুমে টাঙিয়ে দিয়ে গেছে
১৮. মায়ের কাণ্ড দেখে বাচ্চাও যথেষ্ঠ বিরক্ত
১৯. বাচ্চারা নির্ঘাৎ মাতাল হবে
২০. এ কি বাওয়া, আমি কি হ্যান্ডব্যাগ নাকি! ঠিক করে কোলে নেবে তো।
২১. বাবা কি করতে চাইছেন সেটা বাবাই ভালোরকম জানে। নিছকই মজার উদ্দেশ্যে হলেও ছবিটি বেশ দৃষ্টিকটু