গরগরি বাড়ির গিন্নি তিনি, বয়স কম করেও ৮৫ বছর, কিন্তু তাতে কি। বয়স যে একটা সংখ্যা তিনি ফের একবার প্রমাণ করে দিলেন। নিজেদের বাড়ির পুজোর বিসর্জন, আর তাতেই কোমড় দোলালেন তিনি।
ঢাকের তালে কোমড় দুলিয়ে এক সেন্সেশন হয়ে গেলেন রাতা রাতি। তার সেই ভিডিও স্যোশাল মিডিয়ায় আসতেই লাইক কমেন্টের ঝড় উঠে গেছে।
দেখুন সেই ভিডিও –
ভিডিওটা দেখার পর আমি অবাক হয়ে গিয়েছিলাম এই বয়সে ও দিদার ডান্স দেখো😳😳😳😳😳😳😳??😳😳 #dancing_dida#20192nd part – https://www.facebook.com/2458466734182411/posts/2911182175577529/?app=fbl
Posted by রসমালাই on Wednesday, October 9, 2019
তার নাম শিপ্রা দেবী, ভাসানের নাচে একেবারে মেতে উঠেছেন। যা দেখে সত্যি অবাক হওয়ার মতই ব্যাপার। এই বিজয়াতে ড্যানসিং দিদার নাচ না দেখলে মিস করবেন অনেক কিছু, হয়ত কিছু স্টেপ যা এক্মাট্র তিনিই পারেন, এর জন্য তার সেই নাচ দেখতেই হবে।