2005 সালে তিনি বলিউডে পা রাখেন। গত রবিবার মুম্বাই বিমানবন্দরে এমন একজন অভিনেত্রীর সামনে পরপর ফ্ল্যাশবাল্ব জ্বলে উঠল, যিনি দুই বছর বাদে ইউএস থেকে ফিরে এলেন। আপনি যদি ইনস্টাগ্রামে তাঁকে ফলো করে থাকেন তবে বুঝবেন আমরা কার কথা বলছি। আর আপনি যদি ঠিক অনুমান করতে পারেন তাহলে আমরা আপনাকে দশে দশ দেবো।
আশিক বানায়া আপনে খ্যাত অভিনেত্রীকে বিমানবন্দরে নীল টপ এবং কালো জেগিংস পরে থাকতে দেখা যায়। বিমানবন্দর থেকে বেরনোর সময় ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাসি মুখে তাঁকে পোজ দিতেও দেখা যায়। 34 বছরের তনুশ্রী দত্ত 2005 সালে আশিক বানায়া আপনে সিনেমার হাত ধরে বলিউড যাত্রা শুরু করেন। সেখানে তিনি ইমরান হাসমি ও সোনু সুদের বিপরীতে অভিনয় করেন।
বিমানবন্দরে তনুশ্রী দত্তের ছবিগুলো দেখে নিনঃ
আগের থেকে ওজন অনেকটাই বেড়েছে
চেনাই যাচ্ছে না তনুশ্রী দত্তকে
অনেকটা পালটে গেছেন এই সুন্দরী অভিনেত্রী
বিমানের থেকে তনুশ্রী নিজের দুটো ছবি পোস্ট করে লেখেন দুই বছর পর মুম্বাই ফিরতে পেরে তিনি “উদ্বিগ্ন এবং উচ্ছ্বসিত”।
ছবির কমেন্টে অনেকেই জানতে চান তিনি আবার বলিউডে ফেরত আসছেন কি না। একজন অনুরাগী আবার বলেন আশিক বানায়া আপনের সিক্যুয়েলের সঙ্গেই ফেরত আসতে।
গত মাসে তনুশ্রীর বোন, অভিনেত্রী ইশিতা তাঁর দিদির সঙ্গে একটা ছবি শেয়ার করেন।
তনুশ্রীর জন্মদিনে ইশিকার পোস্ট দেখে নিন।
ইশিতার স্বামী অভিনেতা বৎসল শেঠ, তিনি অজয় দেবগণের দৃশ্যম ছবিতে অভিনয় করেছেন।
2003 সালে মিস ইন্ডিয়া হয়েছিলেন তনুশ্রী দত্ত। তাঁর প্রথম ছবি আশিক বানায়া আপনে বক্স অফিসে হিট করেছিল। এরপর তিনি চকলেট, রাকিব, ঢোল, রিস্ক এবং গুড বয়, ব্যাড বয় ইত্যাদি সিনেমায় অভিনয় করেন। 2010 সালের অ্যাপার্টমেন্ট সিনেমার পর থেকে তনুশ্রী দত্তকে আর বড়পর্দায় দেখা যায়নি।
তনুশ্রীর বোল্ড লুকের ভক্তরা অবশ্যই চাইবেন তাকে পুনরায় বড় পর্দায় দেখতে। আমরাও আশা করি যে, তনুশ্রী কামব্যাক করবেন।
Source – NDTV সিনেমা