অস্বস্তিকর মুহূর্ত, যখন ক্যামেরায় ধরা পড়েছিল এই অভিনেত্রীদের মেদবহুল পেট

0
1036

বলিউড সেলিব্রিটিদের কথা মাথায় এলে চোখের সামনে যেটা ভেসে উঠে সেটা হল সুঠাম, মেদবহুল ও ছিপছিপে শরীর। আর আদতে সেরকমই হয়, বলিউড সেলেবরা কঠোর ডায়েট ও শরীরচর্চার মধ্যে থাকেন যাতে তাদের ফিগার সবসময় আকর্ষণীয় ও ফিট থাকে। এছাড়াও সেলেব মানেই যেকোনো মুহূর্তে তার উপরে ঝলসে পড়তে পারে ক্যামেরার ফ্ল্যাশ। তাই সামান্য বাইরে বের হলেই সেলেবদের তৈরি হয়ে বের হতে হয়।

সেলেবরা আমজনতার মত মিষ্টি, জাঙ্কফুড, বেশি ক্যালরিযুক্ত খাবার যথাসম্ভব এড়িয়ে চলেন তবুও মেদ অনেক সময় সেলেবদেরও বিরক্ত করে। আপনাদের আজ এমনই কিছু ছবি দেখাবো যেখানে সেলেবদের অবাঞ্চিত পেটের ফ্যাট ধরা পড়েছে ক্যামেরার লেন্সে।

১. সোনাক্ষী সিনহা

২. বিদ্যা বালান

৩. আলিয়া ভাট

৪. ইলিয়ানা ডি’ক্রুজ

৫. করিনা কাপুর

৬. রানী মুখার্জ্জী

৭. সুস্মিতা সেন

৮. প্রীতি জিন্টা

৯. হুমা কুরেশি

১০. সমীরা রেড্ডি