২০০০ সালে কেরিয়ারের প্রথম ফিল্ম ‘কহো না পেয়ার হে’ সফলতা পাওয়ার পর এই অভিযাত্রীর ফিল্মি কেরিয়ার মোটেও ততটা বিখ্যাত হয়ে ওঠেনি। কারণ ২০০২ সালের পর ২০০৭ ও তারপর আবার ২০১৮ তে অভিনেত্রী আমিশা প্যাটেল কে দেখা গিয়েছিল বড়পর্দায়। তার জীবনে এই ওঠাপড়াই তার কেরিয়ারটিকে শেষ করে দিয়েছে বলে ধারণা ফিল্ম বিশেষজ্ঞদের। তার কেরিয়ার এখন আগের মতো না থাকলেও নিজের ব্যবসা এবং মডেলিং নিয়ে ব্যস্ত আছেন এই নায়িকা।
তবে নিজের ফ্যানদের জন্য সময় তিনি বের করেই নেন। রোজকার দিনের সমস্ত অপডেটস তিনি দেন সোশ্যাল মিডিয়ায়, পছন্দ করে আমিশার ফ্যানেরা। তার বয়স যতই বা হোক ৪৩, কিন্তু তিনি এখনো তার ফ্যানদের হার্টথ্রব। ক্রাশও বটে।
যিনি তার লাস্যময়ী লুকস এর কারণে ফ্যানদের মনে জায়গা করে রেখেছেন, তিনি আর কেউ নন বলিউড অভিনেত্রী তথা মডেল আমিশা প্যাটেল।
সম্প্রতি ইনস্টাগ্রামে আমিশা নিজের একটি ছবি পোস্ট করেছেন, তা দেখে এখনও বোঝা সম্ভব নয় যে তার বয়স হয়েছে।
বড় পর্দায় দেখা না গেলেও, আমিশা প্যাটেলকে মাঝেমধ্যেই দেখা যেত বিভিন্ন ফ্যাশন শোতে একজন মডেল হিসেবে।
সম্প্রতি তারই প্রমাণ মিলল মুম্বাইতে এক ফ্যাশন-শোতে।
লাস্যময়ী পোশাকে র্যাম্প ওয়াক করছেন আমিশা প্যাটেল।